আর্জেন্টিনা ম্যাচে গ্যালারি মাতিয়ে রাখলেন মারাদোনা, সঙ্গী বিতর্কও
Last Updated:
আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে ছিল দারুণ উন্মাদনা ৷
# মস্কো : আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে ছিল দারুণ উন্মাদনা ৷ প্রিয় দলের পারফরম্যান্স পাশাপাশি মেসির পারফরম্যান্স সবকিছুর দিকেই নজর ছিল ৷ কিন্তু শনিবার মেসি ব্রিগেডের পুরোটাই ফ্লপ শো ৷ তবে লাইমলাইট কেড়ে নিলেন একজনই, তিনি মারাদোনা ৷
advertisement
আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন বিশ্বফুটবলের রাজপুত্র মারাদোনা ৷ সেখানেই তিনি নিজের ক্যারিশমা জারি রাখলেন ৷
advertisement
বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডের চোখে লাল সানগ্লাস , হাতে দুটো ঘড়ি তার সঙ্গে একের পর এক আবেগের বিস্ফোরণ ৷
advertisement
মারাদোনার দু‘হাতের ঘড়িতে দুটো সময় সেট করা থাকে ৷ একটা যে দেশে ঘুরতে গেছেন তার সময়, অন্যটি তাঁর নিজের দেশের সময় ৷
আর্জেন্টিনার টুর্নামেন্ট ওপেনার দেখতে দেখতে মন দিয়েছিলেন নিজের স্পেশাল বিগ-ফ্যাট চুরুটে ৷
advertisement
এই মাসের শুরুতে কলম্বিয়ার হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টাইন রাজপুত্র ৷ কিন্তু এরকম শরীর খারাপকে থোড়াই কেয়ার তাঁর ৷ তাই দীর্ঘস্থায়ী হাঁটু সমস্যাকে উড়িয়ে রাশিয়ায় রাজ করতে হাজির মারাদোনা ৷
এদিকে গ্যালারি মাতালেও নাকি কোরিয়ান কিছু ফ্যানের উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক ব্যবহারের অভিযোগ তুলেছেন গ্যালারিতে হাজির সাংবাদিক ৷ তাঁর মতে মারাদোনা নিজের স্বভাবসিদ্ধভঙ্গিতে সকলের দিকে হাত নাড়েন , উড়ন্ত চুম্বন ছোড়েন ৷ কিন্তু কোরিয়ান ফ্যানদের আবেগের দিকে ফিরেও তাকাননি তিনি ৷
Location :
First Published :
June 17, 2018 2:05 PM IST