Purba Bardhaman: সাইকেলে বাড়ি ফিরছিলেন মহিলা, মেমারিতে যা ঘটল তাঁর সঙ্গে, শিউরে উঠতে হয়!
- Reported by:Saradindu Ghosh
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মহিলা বাধা দিলে তাঁকে মারধর, এমন কি তাঁর সোনার নাকছাবি কেড়ে নেওয়া হয়।
মেমারি: রাতে সাইকেলে বাড়ি ফিরছিলেন মহিলা। পথে তাঁর সঙ্গে যা ঘটল, তা রীতিমতো শিউরে ওঠার মতোই। পথে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয় ওই মহিলাকে। তিনি সাইকেল থেকে পড়ে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। পূর্ব বর্ধমানের মেমারিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ওই মহিলা সোমবার রাতে সাইকেলে বাড়ি ফিরছিলেন। বারকোনা রোডে ডিভিসি কালভার্টের কাছে তাঁর মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়। তিনি সাইকেল থেকে পড়ে যান। এর পরে গলা টিপে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
মহিলা বাধা দিলে তাঁকে মারধর, এমন কি তাঁর সোনার নাকছাবি কেড়ে নেওয়া হয়। রাস্তায় পড়ে থাকা মহিলাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পরে মহিলা নিজেই থানায় অভিযোগ করেন।
advertisement
তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ সেন। সে মেমারির বারকোনা মোড়ের বাসিন্দা। মঙ্গলবার ভোরে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার বর্ধমান আদালতে তোলা হয় তাকে। ২৩ জানুয়ারি পর্যন্ত ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
বছর আটত্রিশের ওই মহিলার বাড়ি বারকোনা গ্রামেই। সোমবার রাত ৯টা নাগাদ তিনি সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। বারকোনা রোডে ডিভিসি কালভার্টের কাছে মহিলার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে অভিজিৎ। এলাকার বাসিন্দারা বলছেন, এমনটা যে হতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারছেন না। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভুগছেন এলাকার অন্য়ান্য় মহিলারা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 11:19 AM IST










