হোম /খবর /দেশ /
নির্বিঘ্নে প্রেম করতে কোলের শিশুর মুখে কাপড় গুঁজে বক্স খাটে ঢুকিয়ে দিল মা

নৃশংস! নির্বিঘ্নে প্রেম করতে কোলের শিশুর মুখে কাপড় গুঁজে বক্স খাটে ঢুকিয়ে দিল মা, মৃত্যু ছেলের

পুলিশ জানিয়েছে, বাচ্চাটির মুখে কাপড়ের দস্তানা দলা পাকিয়ে গোঁজা ছিল ৷

  • Last Updated :
  • Share this:
#চণ্ডীগড়: প্রেমে কোনওরকম বাধা বিঘ্ন চাই না ৷ তাই প্রেমিকের সঙ্গে নির্বিঘ্নে অন্তরঙ্গ সময় কাটানোর সময় কোলের ছেলে যাতে কোনও বিরক্ত না করে তাই জন্য মুখে কাপড় গুঁজে বক্স খাটের মধ্যে পুরে দিল মা ৷ এমনই অভিযোগ উঠেছে পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে ৷ বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার হয়েছে আড়াই বছরের ছেলের নিথর দেহ ৷ ঘটনার পর থেকে পলাতক শিশুটির মা ও প্রেমিক ৷আড়াই বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে  ৷ শিশুটির বাবা পেশায় বিদ্যুৎকর্মী ৷ তিনি জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরে ছেলে ও বউকে না দেখতে পেয়ে ভেবেছিলেন তারা বোধহয় মামারবাড়ি গিয়েছেন ৷ পরে বউকে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ভুল ভাঙে ৷ তখন খুঁজতে খুঁজতে বক্স খাটের ভিতর থেকে ছেলেকে উদ্ধার করেন তিনি ৷ ততক্ষণে মৃত্যু হয়েছে আড়াই বছরের ওই শিশুর ৷ এরপরই পুলিশে খবর দেয় মৃত শিশুর বাবা ৷ পুলিশ জানিয়েছে, বাচ্চাটির মুখে কাপড়ের দস্তানা দলা পাকিয়ে গোঁজা ছিল ৷ পলাতক মা ও তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ শিশুটির মায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা ৷
Published by:Elina Datta
First published:

Tags: Extra Marital Affairs, Toddler dead body, Toddler Death, Toddler Killed