হোম /খবর /ক্রাইম /
নিয়োগ দুর্নীতিতে ‘তোলাবাজি’র অভিযোগে নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির

নিয়োগ দুর্নীতিতে ‘তোলাবাজি’র অভিযোগে নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির

নিয়োগ দুর্নীতিতে ‘তোলাবাজি’র অভিযোগে নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির

নিয়োগ দুর্নীতিতে ‘তোলাবাজি’র অভিযোগে নীলাদ্রি ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির

সূত্রের খবর, ইডির কাছে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিয়োগ দুর্নীতি মামলার ‘সুপারিশকারী’ নীলাদ্রি ঘোষের। বুধবার প্রায় সাড়ে আট ঘণ্টা ইডি দফতরে নীলাদ্রিকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। 

  • Share this:

কলকাতা: তাপস মণ্ডলের নির্দেশে ফোন করে টাকা চাইতেন তিনি। যা করেছেন তাপস মণ্ডলের অনুরোধেই। সূত্রের খবর, ইডির কাছে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিয়োগ দুর্নীতি মামলার ‘সুপারিশকারী’ নীলাদ্রি ঘোষের। বুধবার প্রায় সাড়ে আট ঘণ্টা ইডি দফতরে নীলাদ্রিকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা।

উল্লেখ্য, ইডি হেফাজতে থাকাকালীন কুন্তল ঘোষ ইডি আধিকারিকদের কাছে গুরুতর অভিযোগ করেছিলেন নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে। কী সেই অভিযোগ? সূত্রের দাবি, ইডি কর্তাদের নাম ভাড়িয়ে কুন্তলের কাছে টাকার দাবি করেছিলেন নীলাদ্রি ঘোষ। একাধিক বার ফোন করে টাকা চেয়েছিলেন নীলাদ্রি বলে অভিযোগ। সেই অভিযোগের সূত্র ধরেই নীলাদ্রিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। ইডি সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদে টাকা চাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন নীলাদ্রি। সূত্রের দাবি, তিনি ইডি কর্তাদের জানিয়েছেন, যা করেছেন তাপস মণ্ডলের কথাতেই করেছেন। তাপস তাকে নির্দেশ দিয়েছিলেন, ইডি কর্তাদের নাম ভাড়িয়ে টাকা তোলার। সেই নির্দেশেই তিনি কুন্তলকে ফোন করে টাকা দাবি করেছিলেন।

আরও পড়ুন-  'দাদা, অর্পিতা ED-র চার্জশিটে বলেছেন...' গাড়ির পা-দানি থেকেই মুখ ঘোরালেন পার্থ! বললেন...

কেন এমন করলেন? তার জবাবে ইডি কর্তাদের কাছে নীলাদ্রির স্বীকারোক্তি, অনেক দিনের পরিচয় তাপস মণ্ডলের সঙ্গে। তার হয়ে তিনি কাজ করতেন।

এখানেই শেষ নয়, নীলাদ্রির বিরুদ্ধে খোদ তাপসও অভিযোগ করেছেন ইডি দফতরে। নীলাদ্রি যে টাকা তুলেছিলেন, তা তাপসকে ফেরত দেননি। এই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে নীলাদ্রিকে। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে নীলাদ্রির কাছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন- পোশাক পরেন না ভারতের এই গ্রামের নারীরা, বাক্যালাপ করেন না দম্পতি! এই অদ্ভুত প্রথার চল হল কীভাবে?

নীলাদ্রি ২০১৬ সালে কয়েক জন প্রার্থীর হয়ে তাপস মণ্ডলকে সুপারিশ করেছিলেন। হয়েছিল আর্থিক লেনদেন। তা নিয়েও জানতে চাওয়া হয়েছে। আগামী দিনে নীলাদ্রির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন সংক্রান্ত নথি জমা দিতে বলেছে ইডি।

বুধবার ইডির পর বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। সেখানেও আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক নথিপত্র চাওয়া হয়েছে তার কাছে বলে সূত্রের খবর।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Enforcement Branch, Enforcement Directorate