ঢোলাহাট: বিয়ের টোপ দিয়ে এক কিশোরীকে অপহরণ ও বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা বড়সড় নারী পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। রবিবার রাতে সুন্দরবনের ঢোলাহাট থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। নাবালককে তোলা হয় জুভেনাইল কোর্টে।
এই চক্রের বাকিদের সন্ধান পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি ঢোলাহাট থানার এক নাবালিকাকে বিয়ের টোপ দিয়ে ডেকে পাঠায় স্থানীয় দক্ষিণ গঙ্গাধরপুরের এক নাবালক। এরপর ওই নাবালিকাকে নিয়ে কলকাতায় চলে যায়। সেখান থেকে ওই নাবালিকাকে সোনাগাছির যৌনপল্লির এক এজেন্টের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: স্কুল ভ্যান উল্টে গিয়ে রক্তারক্তি কাণ্ড, আহত ৫ খুদে ছাত্র! ভয়াবহ ঘটনা বেঙাইতে
তারপর বালিগঞ্জ ও আরামবাগের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ওই নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক করে কয়েকজন যুবক। এর মধ্যে আরামবাগের হোটেল থেকে কোনওক্রমে বেরিয়ে এসে বাড়িতে ফোন করে সব কিছু জানায় নাবালিকা। ৩১ জানুয়ারি ময়দান থানা এলাকার ধর্মতলা থেকে নাবালিকাকে উদ্ধার করে ঢোলাহাট থানার পুলিশ। এরপর নাবালিকার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বিয়ের টোপ দেওয়া নাবালক প্রেমিককে প্রথম গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: বোর্ডে লেখা সুইসাইড নোট, স্কুলের শিক্ষকের চূড়ান্ত পদক্ষেপ! হুগলিতে চাঞ্চল্য
পরে সোনাগাছির এক এজেন্ট মেহেরানা ওরফে তানিয়া খাতুন ও পাথরপ্রতিমার নারী পাচারের যুক্ত জাইদুল শেখকে গ্রেফতার করে পুলিশ।ধৃত দু'জনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, নাবালিকাকে মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দির জন্যে হাজির হওয়ার নির্দেশ দেন।
বিশ্বজিৎ হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।