Hooghly News: বোর্ডে লেখা সুইসাইড নোট, স্কুলের শিক্ষকের চূড়ান্ত পদক্ষেপ! হুগলিতে চাঞ্চল্য

Last Updated:

Hooghly News: পেশায় শিক্ষক ছিলেন, তাই জীবনের শেষ নোটটাও বোর্ডে লিখে গেলেন।  

+
আত্মঘাতী

আত্মঘাতী শিক্ষক

হুগলি: পেশায় শিক্ষক ছিলেন, জীবনের শেষ নোটটাও বোর্ডেই লিখে গেলেন তিনি। মঙ্গলবার সকালে ছিল ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসে চাকরির কাগজের ভেরিফিকেশনের তারিখ। কিন্তু ভেরিভিকেশন আর হল না। ঠিক তার আগের দিন ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর বাড়ি থেকে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন স্কুল শিক্ষক। মৃত শিক্ষকের নাম ভক্ত দাস। ঘটনাটি ঘটেছে, কোদালিয়ার সুকান্তনগরে তাঁর বাড়িতে।
২০১৯ সালে স্কুলের শিক্ষকতায় যোগ দেন তিনি। দাদপুরের বাবনান হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে নিজের ঘরে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন শিক্ষকের পরিবারের সদস্যরা। ঘরে একটি বোর্ডে বাবা-মায়ের উদ্দেশ্যে দুঃখপ্রকাশ করে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ জড়িত নয়। চুঁচুড়া থানার পুলিশ খবর পেয়ে মৃতেদহ উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। শিক্ষকের পরিবার ছেলের মৃত্যু নিয়ে কিছু বলতে চায়নি।
advertisement
আরও পড়ুন: 'যোগ্য নেতা এই সন্মান পেলেন', মমতার হাতে ডি লিট তুলে দিয়ে উচ্ছ্বসিত রাজ্যপাল
শিক্ষকের আত্মীয় মনোতোষ অধিকারী জানান, 'কেন করল কিছু বুঝতে পারা যায়নি। একটা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। কেন লিখল তা জানি না। বাবা মার একটা ছেলে। বাড়িতে কোনও ঝগড়া অশান্তি ছিল না। কোনও অবসাদও ছিল না। চাকরির ক্ষেত্রেও কোনও সমস্যা ছিল না। বৈধ চাকরি ছিল তার।'
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম অধিকারী বলেন, 'খুবই মর্মান্তিক ঘটনা। খুব ভদ্র শান্ত ছেলে ছিল ভক্ত। বাবনান স্কুলে চাকরি করত। আমি সকালে খবর পেয়ে বাড়িতে যাই। বাবনান স্কুল সূত্রে জানা গিয়েছে, ২৮ নভেম্বর ২০১৯ সালে অঙ্কের শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন ভক্তদাস অধিকারী।নিয়মিত স্কুলে যেতেন। হুগলি ডিআই অফিসে তাঁর ডকুমেন্টস ভেরিফিকেশান ছিল।'
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বোর্ডে লেখা সুইসাইড নোট, স্কুলের শিক্ষকের চূড়ান্ত পদক্ষেপ! হুগলিতে চাঞ্চল্য
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement