জেলে অন্য 'মুডে' আফতাব! খেলছে দাবা, চাইছে সাহিত্য-উপন্যাসের বই

Last Updated:

Shraddha Murder case: গত বৃহস্পতিবার নারকো টেস্ট হয় আফতাবের। সূত্রের খবর, সেই টেস্ট সম্পূর্ণ সফল হয়েছে।

আফতাব
আফতাব
#নয়া দিল্লি: নিজের লিভ-ইন পার্টনারকে হত্যা এবং দেহ কেটে ৩৫ টুকরো করে দেওয়ার মূল অভিযুক্ত আফতাব আমিন পুনওয়ালা এখন তিহার জেলে বন্দি। জেলে আফতাবের সময় কাটছে দাবা খেলে। জেল কর্তৃপক্ষ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, জেলে শান্তই রয়েছে আফতাব। বেশিরভাগ সময়ে নিজেকে ব্যস্ত রাখে সে।
জেলে আফতাবের সেলে আরও দুই বন্দি রয়েছে। মূলত, তাদের সঙ্গেই সারাদিন দাবা খেলে আফতাব। ওই দুই বন্দি চুরির অপরাধে দোষী। এরই মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে একটি বায়না করেছে আফতাব। বেশ কিছু সাহিত্য এবং উপন্যাসের বই চেয়েছে সে। সেই বইগুলি আফতাবকে দেওয়া হবে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষও।
গত বৃহস্পতিবার নারকো টেস্ট হয় আফতাবের। সূত্রের খবর, সেই টেস্ট সম্পূর্ণ সফল হয়েছে। শ্রদ্ধাকে হত্যা করা, দেহ টুকরো টুকরো করা এবং শেষে কীভাবে দেহাংশগুলি লোপাট করেছিল, সবটাই খুলে বলেছে সে। ওই টেস্টের পরে আফতাবের শারীরিক অবস্থা ভালোই রয়েছে। কোনও অসঙ্গতি ধরা পড়েনি বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
তবে আফতাবের সেলের নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে খবর। পলিগ্রাফ টেস্টে নিয়েও যাওয়ার সময়ে হামলা হয় আফতাবকে নিয়ে যাওয়া ভ্যানের উপর। যদিও সেই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি, কিন্তু তারপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের সেলের উপরে।
advertisement
প্রসঙ্গত, গত ১৮ মে নিজের লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে হত্যা করে আফতাব। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে সে। সেই টুকরো গুলি যাতে পচন না ধরে, তার জন্য ৩০০ লিটারের ফ্রিজও জোগাড় করে আনে আফতাব।
advertisement
১৮ দিন ধরে সেই দেহাংশগুলো বিভিন্ন জায়গায় ফেলে দিত সে। কিন্তু শ্রদ্ধার বাবা মেয়ের নিখোঁজের মামলা করায় বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শ্রদ্ধাকে হত্যার প্রায় ৬ মাস পরে গ্রেফতার হয় আফতাব।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
জেলে অন্য 'মুডে' আফতাব! খেলছে দাবা, চাইছে সাহিত্য-উপন্যাসের বই
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement