বাজেয়াপ্ত ভিন রাজ্য়ে পাচাররত ১৬০০ কেজি গাঁজা, গ্রেফতার ২
Last Updated:
এবার বড়সড় সাফল্য পেল পুলিশ ৷ উদ্ধার করা হল প্রায় ১৬০০ কেজি গাঁজা ৷ ওড়িশা-অন্ধ্র সীমান্ত থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে গাঁজা ৷ বেশ কয়েকদিন ধরেই সক্রিয় হয়েছিল গাঁজা পাচারের চক্র ৷ এলাকায় বেড়েছিল এই নিয়েই চাপান উতোর
#ওড়িশা: এবার বড়সড় সাফল্য পেল পুলিশ ৷ উদ্ধার করা হল প্রায় ১৬০০ কেজি গাঁজা ৷ ওড়িশা-অন্ধ্র সীমান্ত থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে গাঁজা ৷ বেশ কয়েকদিন ধরেই সক্রিয় হয়েছিল গাঁজা পাচারের চক্র ৷ এলাকায় বেড়েছিল এই নিয়েই চাপান উতোর ৷ নুন বোঝাই লড়িতে নুনের বস্তার আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পেড়েছে ২ জন ৷
আগের থেকেই খবর এসে ছিল এই ব্যাপারে ৷ সতর্ক ছিল এনসিবি ৷ ক্রমাগত অপরাদীদের অনুসরণ করেই মিলেছে এই সাফল্য ৷ দানা গিয়েছে অপরাধীরা মহারাষ্ট্রে গাঁজা পাচার করার জন্যই লরি বোঝাই করে নুনের বস্তার আড়ালে ভিন রাজ্যে পাচার করছিল ৷
advertisement
advertisement
ধৃতদের আজই আদালতে তোলা হবে ৷ পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্যেও এদের শাখা প্রশাখা আছে ৷ ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার পরবর্তী তদন্ত পক্রিয়া এগোবে ৷
advertisement
Location :
First Published :
May 27, 2018 10:56 AM IST