কলকাতা: পাড়ার দুই ছিঁচকে চোর ১২ লক্ষ টাকার সোনার গহনা চুরি করে বেপাত্তা।বাড়ির মালিকের অভিযোগ পেয়ে পুলিশ দুই চোরকে গ্রেফতার করল সোনাগাছির পতিতা পল্লি থেকে।
ঘটনাটি কলকাতার লেদার কমপ্লেক্স থানার ধর্মতলা পাঁচুরিয়া গ্রামের । টুম্পা নস্কর নামে স্থানীয় এক বাসিন্দা গত ২৭ এপ্রিল বিয়ে বাড়ি থেকে যান। সেখান থেকে ফিরে দোতলার ঘরে আলমারিতে নিজের বেশ কিছু গয়না একটি বাক্সতে রেখে দেন টুম্পাদেবী।
আরও পড়ুন: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রী সমেত লাইনচ্যুত লোকাল! শক্তিগড়ে বড়সড় বিপত্তি
গত ৬ মে আবার একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আলমারি থেকে গয়না বাক্স বের করতে যান। আলমারি খুলেই চক্ষু চড়ক গাছ টুম্পাদেবীর।চারিদিকে খোঁজ আর খোঁজ, কোথাও পেলেন না গয়নার বাক্স। আলমারি না ছিল ভাঙা, না দরজার তালা ভাঙা ।তাহলে গয়নার বাক্স গেল কোথায়? এই প্রশ্নের উত্তর পায়নি টুম্পাদেবীর পরিবার৷
টুম্পা নস্কর এবং তাঁর স্বামী রাজু নস্কর দ্বারস্থ হন লেদার কমপ্লেক্স থানার।লেদার কমপ্লেক্স থানা প্রাথমিকভাবে তদন্তে নেমে জানতে পারে, এলাকায় বুবাই এবং শানু নামে দুই চোর কয়েকদিন ধরে বাড়িতে নেই। তাদের খোঁজ করতে সোর্স লাগায় পুলিশ। পুলিশ জানতে পারে, প্রায় ১২ লক্ষ টাকা দামের সোনার গয়না চুরি করে তারা চম্পট দিয়েছে। তবে বুবাই এবং শানুর যে মহিলা আসক্তি রয়েছে , সেটা সোর্স মারফত জানতে পেরেছিলেন তদন্তকারীরা।
তদন্তকারীরা আরও জানতে পারেন, সোনাগাছির এক যৌনকর্মীর কাছে বুবাই নিয়মিত যাতায়াত করে। সেই তথ্য অনুযায়ী পুলিশ মধ্যরাতে সোনাগাছিতে সেই মহিলার ঘর থেকেই গ্রেফতার করে বুবাইকে। তারপর শানুকেও বুধবার রাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০ লক্ষ টাকার গয়না।
দু’ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাড়িতে দুপুরবেলা সবাই ঘুমনোর সুযোগে দোতলায় উঠে গিয়ে অপ্রত্যাশিতভাবে গয়নার বাক্স পেয়েছিল দুই অভিযুক্ত। সেই ১২ লক্ষ টাকার গয়নার মধ্যে দু লক্ষ টাকার গয়না বন্ধক দিয়ে তারা ফুর্তি করছিল। তিনদিনে সেই টাকার ৩৫ হাজার টাকা নষ্ট করেও ফেলে দুই অভিযুক্ত।
দু’ জন গ্রেফতার হওয়ার পর যারা ওই দুই চোরের থেকে গয়না বন্ধক নিয়েছিলে,তাদের এখন মাথায় হাত। বুধবার বারাইপুর আদালতে তোলার পর দু’ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Kolkata Police, Sonagachi