Crime news: ১২ লক্ষের গয়না হাতিয়ে ফূর্তি, সোনাগাছি গিয়েই কাল হল দুই চোরের!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বুবাই এবং শানুর যে মহিলা আসক্তি রয়েছে , সেটা সোর্স মারফত জানতে পেরেছিলেন তদন্তকারীরা।
কলকাতা: পাড়ার দুই ছিঁচকে চোর ১২ লক্ষ টাকার সোনার গহনা চুরি করে বেপাত্তা।বাড়ির মালিকের অভিযোগ পেয়ে পুলিশ দুই চোরকে গ্রেফতার করল সোনাগাছির পতিতা পল্লি থেকে।
ঘটনাটি কলকাতার লেদার কমপ্লেক্স থানার ধর্মতলা পাঁচুরিয়া গ্রামের । টুম্পা নস্কর নামে স্থানীয় এক বাসিন্দা গত ২৭ এপ্রিল বিয়ে বাড়ি থেকে যান। সেখান থেকে ফিরে দোতলার ঘরে আলমারিতে নিজের বেশ কিছু গয়না একটি বাক্সতে রেখে দেন টুম্পাদেবী।
advertisement
advertisement
গত ৬ মে আবার একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আলমারি থেকে গয়না বাক্স বের করতে যান। আলমারি খুলেই চক্ষু চড়ক গাছ টুম্পাদেবীর।চারিদিকে খোঁজ আর খোঁজ, কোথাও পেলেন না গয়নার বাক্স। আলমারি না ছিল ভাঙা, না দরজার তালা ভাঙা ।তাহলে গয়নার বাক্স গেল কোথায়? এই প্রশ্নের উত্তর পায়নি টুম্পাদেবীর পরিবার৷
advertisement
দু’ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাড়িতে দুপুরবেলা সবাই ঘুমনোর সুযোগে দোতলায় উঠে গিয়ে অপ্রত্যাশিতভাবে গয়নার বাক্স পেয়েছিল দুই অভিযুক্ত। সেই ১২ লক্ষ টাকার গয়নার মধ্যে দু লক্ষ টাকার গয়না বন্ধক দিয়ে তারা ফুর্তি করছিল। তিনদিনে সেই টাকার ৩৫ হাজার টাকা নষ্ট করেও ফেলে দুই অভিযুক্ত।
advertisement
দু’ জন গ্রেফতার হওয়ার পর যারা ওই দুই চোরের থেকে গয়না বন্ধক নিয়েছিলে,তাদের এখন মাথায় হাত। বুধবার বারাইপুর আদালতে তোলার পর দু’ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 1:22 AM IST