Local Train Accident: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রী সমেত লাইনচ্যুত লোকাল! শক্তিগড়ে বড়সড় বিপত্তি
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
এ দিন রাত ৯টা নাগাদ বর্ধমান জংশন স্টেশন থেকে ছাড়ে ডাউন ব্যান্ডেল লোকাল।
বর্ধমান: শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল। দুটি ট্রেনেরই গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। লোকাল ট্রেনের মতো মালগাড়িটিও লাইনচ্যুত হয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে এই ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার জেরে বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল কর্তারা।
এ দিন রাত ৯টা নাগাদ বর্ধমান জংশন স্টেশন থেকে ছাড়ে ডাউন ব্যান্ডেল লোকাল। শক্তিগড় স্টেশনে যখন ট্রেনটি ঢুকছিল তখন পাশের লাইন দিয়েই একই দিকে যাচ্ছিল একটি তেল বোঝাই মালগাড়ি। আচমকাই মালগাড়ি এবং লোকাল ট্রেনের ইঞ্জিন কামরার মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়। যার জেরে রেল লাইন থেকে নেমে যায় লোকাল ট্রেনের প্রথম বগিটি। তেল নিয়ে যাওয়া মালগাড়ির কয়েকটি ট্যাঙ্কারও লাইনচ্যুত হয়েছে বলে খবর।

advertisement
বিকট শব্দে জোরে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অন্ধকারের মধ্যেই তড়িঘড়ি ট্রেন থেকে লাফ মারেন অনেকে। ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
advertisement
মনে করা হচ্ছে, মালগাড়ি অথবা লোকাল ট্রেনের মধ্যে যে কোনও একটি লাইন বদল করার সময়ই বিপত্তি ঘটে। যদিও দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে লোকাল ট্রেন অথবা মালগাড়ির কোনও একটির গতি বেশি থাকলে দুর্ঘটনা আরও বড় আকার নিতে পারতে।
advertisement
পূর্ব রেল সূত্রে খবর, প্রাথমিক ভাবে পয়েন্টে গোলমালই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। কয়েকমাস আগেই শক্তিগড় স্টেশন ও সিগন্যাল ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে৷
তার পরেও কী করে এত বড় মাপের দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে আগামিকাল সকালে রেলের তদন্তকারী দল ঘটনাস্থলে যাবে। রাতের মধ্যে ট্রেন দুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে লাইন পরিষ্কার করার চেষ্টা চলছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 11:53 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Local Train Accident: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রী সমেত লাইনচ্যুত লোকাল! শক্তিগড়ে বড়সড় বিপত্তি