দাম ৩.২৬ কোটি টাকা! নয়া দিল্লি রেল স্টেশনে ৬ কেজি-র বেশি সোনা-সহ গ্রেফতার এক ব্যক্তি

Last Updated:

কাস্টমস দফতরের অফিসাররা সোমবার স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে এই পরিমাণ সোনা উদ্ধার করেছেন ৷

#নয়াদিল্লি: নয়াদিল্লি রেল স্টেশনে এক ব্যক্তির কাছে উদ্ধার হল ৬ কেজির বেশি সোনা ৷ কাস্টমস দফতরের অফিসাররা সোমবার স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে এই পরিমাণ সোনা উদ্ধার করেছেন ৷ যার মূল্য ৩.২৬ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস আধিকারিকরা ৷
মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ হেমন্ত রোহিল্লা, দিল্লির ডেপুটি কমিশনার, কাস্টমস (প্রিভেনটিভ) জানান, ‘‘ খবর পেয়েই আমাদের অফিসাররা সোমবার দুপুরে পৌঁছে যান নয়া দিল্লি রেল স্টেশনে ৷ সেখানেই এক ব্যক্তির কাছে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনা ৷ অভিযুক্ত ব্যক্তি হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে চড়ে এসেছিল বলে জানা গিয়েছে ৷ ’’
advertisement
ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনার বিস্কুট এবং কাট পিসেস পাওয়া গিয়েছে ৷ বিদেশ থেকে ওই সোনা এসেছিল বলে মনে করছেন কাস্টমস অফিসাররা ৷ দেশের উত্তর-পূর্বের অঞ্চল থেকেই সোনা নিয়ে সে এসেছিল বলে অনুমান অফিসারদের ৷ এর আগেও অন্তত ১৫ বার সোনা পাচারের কাজ করেছে বলে জেরায় জানিয়েছে ধৃত ব্যক্তি ৷ অর্থাৎ ৩০ কোটিরও বেশি সোনা পাচারের সঙ্গে যুক্ত সে ৷ দেশে লকডাউন উঠে যাওয়ার পর সোনা পাচারের কাজ চালিয়ে গিয়েছে অভিযুক্ত বলে জানিয়েছেন কাস্টমস আধিকারিকরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
দাম ৩.২৬ কোটি টাকা! নয়া দিল্লি রেল স্টেশনে ৬ কেজি-র বেশি সোনা-সহ গ্রেফতার এক ব্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement