Fake Aadhar-Voter ID Card: ‘জাল’ আধার-ভোটার কার্ড তৈরির অভিযোগে সামশেরগঞ্জে গ্রেফতার ১ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Murshidabad Fake Aadhar-Voter Card: ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োম্যাট্রিক স্ক্যানার, ৬টি মোবাইল ও একটি ক্যামেরা ৷
মুর্শিদাবাদ: সাগরদিঘির পর এবার সামশেরগঞ্জ। জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে পুলিশের জালে এক। ধৃতের নাম মহম্মদ মোক্তার হোসেন। সামশেরগঞ্জের হাউস নগর বাজার এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োম্যাট্রিক স্ক্যানার, ৬টি মোবাইল ও একটি ক্যামেরা ৷ তবে মোক্তারকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে ধোঁয়াশায় এলাকাবাসী থেকে তার পরিবার। জাল চক্রের সঙ্গে সে কোনও ভাবেই জড়িত নয় বলে মনে করছেন তারা।
পুলিশের দাবি, শুধু জাল আধার ও ভোটার কার্ডই নয়। প্রয়োজনীয় নথি ছাড়াই সিমকার্ডও বিক্রি করত ধৃত যুবক। ওই সিমকার্ডগুলি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
দু’দিন আগেই সাগরদিঘি থেকে জাল আধারকার্ড চক্রের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এবার আধারকার্ডের সঙ্গে নকল ভোটারকার্ড তৈরির অভিযোগ উঠেছে। নজরে তাই আবারও রাজ্যের সীমান্তবর্তী জেলা।
Location :
First Published :
July 01, 2021 6:56 AM IST