ছত্তীসগঢ়ের স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে বেঁধে রেখে গণধর্ষণ, ধৃত ৩ জনের এক নাবালক!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নিগৃহীতা নার্সের অভিযোগ, চতুর্থ অভিযুক্ত গোটা ঘটনার ভিডিও করে এবং ঘটনা প্রকাশ্যে আনলে খুন করার হুমকিও দেয়।
#ভোপাল: ছত্তীসগঢ়ের স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ ঘটনা। সেখানকার এক নার্সকে বেঁধে রেখে গণধর্ষণের অভিযোগ চারজনের বিরুদ্ধে। তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ১৭ বছরের নাবালক। আরেক অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। নিগৃহীতা নার্সের অভিযোগ, চতুর্থ অভিযুক্ত গোটা ঘটনার ভিডিও করে এবং ঘটনা প্রকাশ্যে আনলে খুন করার হুমকিও দেয়।
জানা গিয়েছে, শুক্রবার ছত্তীসগঢ়ের মহেন্দ্রগড় জেলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগ করেন, শুক্রবার দুপুর ৩টে নাগাদ আচমকা চার জন স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে আসেন এবং তাঁর হাত-পা বেঁধে দেয়। তিনি যাতে চিৎকার করতে না পারেন, তার জন্য মুখে কাপড়ও গুঁজে দেয় অভিযুক্তরা। এরপর পালা করে তারা ধর্ষণ করে। অকথ্য অত্যাচার চলে ওই নার্সের উপর।
advertisement
আরও পড়ুন: নেই পার্থ চট্টোপাধ্যায়, বেহালার বিজয়া সম্মিলনীতে অন্য চমক! অবাক এলাকাবাসীও
ঘটনার সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে অপর কেউ উপস্থিত ছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ। ধর্ষণের পর অভিযুক্তরা স্বাস্থ্যকেন্দ্র থেকে পালিয়ে যায়। এরপরই ওই নার্স তাঁর পরিবারকে ফোন করে গোটা বিষয়টি জানান। পরে পুলিশেও অভিযোগ দায়ের করা হয়। পুলিশের দাবি, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
স্বাস্থ্যকর্মীরা এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা প্রত্যন্ত গ্রামে গিয়ে কাজ করতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ছত্তীশগঢ়ের প্রত্যন্ত গ্রামে গিয়ে এমন নিরাপত্তাহীনতায় কী ভাবে কাজ করবেন তাঁরা, প্রশ্ন উঠছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে, স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি ঘোষণা করবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন।
Location :
First Published :
October 23, 2022 2:56 PM IST