Crime news: পাঁচ তলা থেকে পড়ে বিমানসেবিকার রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক! খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

আদতে হিমাচলের বাসিন্দা অর্চনার সঙ্গে কেরলের বাসিন্দা আদেশের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে৷

নিহত অর্চনার মায়ের অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে৷
নিহত অর্চনার মায়ের অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে৷
বেঙ্গালুরু: পাঁচ তলার বারান্দা থেকে পড়ে গিয়ে এক বিমানসেবিকার রহস্য মৃত্যু৷ আর এই ঘটনায় বিমান সেবিকার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কোরামঙ্গলাতে৷
নিহত ওই বিমানসেবিকার নাম অর্চনা ধিমান৷ নিজের প্রেমিকের সঙ্গে দেখা করবেন বলেই দুবাই থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন অর্চনা৷ শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরুর একটি আবাসনের পাঁচ তলা থেকে নীচে পড়েন অর্চনা৷ যখন এই দুর্ঘটনা ঘটে, তখন অর্চনার প্রেমিক আদেশ ওই ফ্ল্যাটের ভিতরেই ছিলেন৷ তিনিই ঘটনার কথা পুলিশকে জানান৷
আরও পড়ুন: রাত সাড়ে দশটায় মোবাইলে এসএমএস, ফাঁদ পা দিলেন অভিনেত্রী নাগমা! মুহূর্তে সর্বনাশ
advertisement
advertisement
ঘটনার তিন দিন পর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আদেশের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷ অর্চনার বাবার অভিযোগের ভিত্তিতে আদেশকে গ্রেফতার করে পুলিশ৷ অর্চনার পরিবারের অভিযোগ, আদেশই ওই তরুণীকে খুন করেছেন৷
পুলিশ জানিয়েছে, আদতে হিমাচলের বাসিন্দা অর্চনার সঙ্গে কেরলের বাসিন্দা আদেশের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে৷ গত ছ' মাস ধরে দু জনের মধ্যে সম্পর্ক ছিল৷ কর্মসূত্রে অর্চনা থাকতেন দুবাইয়ে৷ একটি নামী বিমান সংস্থায় চাকরি করতেন তিনি৷ আদেশ বেঙ্গালুরুতেই থাকতেন৷ তবে সুযোগ পেলেই মাঝেমধ্যে দেখা করতেন দু' জনে৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ অবশ্য জানিয়েছিল, পাঁচতলার বারান্দা থেকে পা ফস্কেই নীচে পড়ে যান অর্চনা৷ যদিও পরে অর্চনার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা অন্য দিকে মোড় নেয়৷ ওই আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি, ময়নাতদন্ত রিপোর্টে কী আসে, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime news: পাঁচ তলা থেকে পড়ে বিমানসেবিকার রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক! খুনের অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement