ধর্ষণ করার পর খুন ! তাতেই থামেনি হত্যাকারী, সঙ্গে নিয়ে গেল কিশোরীর কাটা মুণ্ডু....
Last Updated:
#রাঁচি: প্রকাশ্যে এল ঝাড়খণ্ডে ঘটে যাওয়া গায়ে কাঁটা দেওয়া ঘটনা ৷ করাম্বু গ্রামে দিন দুপুরে নৃশংসভাবে খুন করা হল সপ্তম ক্লাসের ছাত্রীকে ৷ উদ্ধার করা হয়েছে ছাত্রীর মুণ্ডুহীন দেহ ৷ মনে করা হচ্ছে মৃতের মাথা কেটে নিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় অপরাধী৷
আরও পড়ুন: চন্দ্রকোণায় বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত ৭
জানা গিয়ছে, বড় দিদির সঙ্গে কিশোরী মাঠে গিয়েছিল ৷ বিকেল হতেই বাড়ি ফিরে যেতে বলে তার দিদি ৷ বাড়ির ফেরার পথেই তার উপর হামলা করে অপরাধীরা বলে মনে কার হচ্ছে ৷ রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে খুন করা বলে অনুমান করা হচ্ছে ৷ শুধু তাই নয়, এরপর তার মুণ্ডুচ্ছেদ করে সেটা নিজের সঙ্গে নিয়ে যায় অপরাধীরা ৷
advertisement
advertisement
অনুমান করা হচ্চে যে ধর্ষণও করা হয়েছে কিশোরীকে ৷ ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: দেখে নিন আজকে পেট্রোল-ডিজেলের দাম কত হল...
Location :
First Published :
December 26, 2018 11:39 AM IST