ব্যবসায় লোকসান হওয়ায় হলেন সিরিয়াল কিলার, প্রসাদ খাইয়ে ১০ জনকে খুন
Last Updated:
জানা গিয়েছে, গত দু’বছরে প্রায় ১০ জনকে খুন করেছেন এই সিরিয়াল কিলার ৷ সাইনাইড মেশানো প্রসাদ খাইয়ে তাদের মার্ডার করেছেন অভিযুক্ত ৷
#হায়দরাবাদ: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ পুলিশের জালে ধরা পড়ে এক সিরিয়াল কিলার ৷ তাকে জিজ্ঞাসাবাদে করাতে উঠে এসেছে হাড়হিম করা সমস্ত তথ্য ৷ জানা গিয়েছে, গত দু’বছরে প্রায় ১০ জনকে খুন করেছেন এই সিরিয়াল কিলার ৷ সাইনাইড মেশানো প্রসাদ খাইয়ে তাদের মার্ডার করেছেন অভিযুক্ত ৷
শিবা নামে ওই অভিযুক্ত ফেব্রুয়ারি ২০১৮ থেকে চলতি বছরের ১৬ অক্টোবরের মধ্যে কৃষ্ণা, পূর্ব গোদাবরী ও পশ্চিম গোদাবরী জেলায় একের পর এক খুন করেছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিয়েল এস্টেটের ব্যবসায় প্রচুর লোকসান হয় অভিযুক্ত শিবার ৷ এরপর তার কাছে অলৌকিক শক্তি রয়েছে বলে একাধিক মানুষকে ঠকাতে শুরু করেন তিনি ৷ গুপ্তধন ও দামি পাথরের নামে মানুষকে তার জালে ফাঁসানো শুরু করে ৷ তাদের সোনা দ্বিগুণ করে দেবে বলে প্রতারণা শুরু করে ৷ এমনকি একটি কয়েনের মাধ্যমে তাদের সংসারে সমৃদ্ধি আসবে এই প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া শুরু করেন তিনি ৷ এইভাবে তাদের কাছ থেকে টাকা ও সোনা নেওয়ার পর প্রসাদে সাইনাইড মিশিয়ে হত্যা করতেন শিবা ৷ সাইনাইডে মৃত্যু হওয়ার কারণে মৃতের শরীরে কোনও পরিবর্তন দেখা যায় না ৷ স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হয় ৷
advertisement
advertisement
কিন্তু সম্প্রতি এক সরকারি স্কুল শিক্ষকের মৃত্যুতে তার পরিবার সন্দেহ প্রকাশ করে ৷ ময়নাতদন্ত করাতেই বিষয়টি জানা যায় ৷ এরপরই পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ জিজ্ঞাসাবাদের সময় শিবা তার সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে ৷
view commentsLocation :
First Published :
November 06, 2019 9:45 AM IST