রক্তে ভাসছে ঘর! বেডরুমে দুটি দেহ, বাথরুমে আরও দুটো, সাংঘাতিক হত্যাকাণ্ড
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
রাগে ওই যুবক এমন কাণ্ড ঘটাবে, কিছুতেই বুঝে উঠতে পারেননি কেউ।
#নয়াদিল্লি: মাদকের নেশায় কাবু যুবক। পরিবারের লোকেরা কিছুতেই নেশা করতে দিতেন না। সেই রাগে ওই যুবক এমন কাণ্ড ঘটাবে, কিছুতেই বুঝে উঠতে পারেননি কেউ। মাদকের নেশা না করতে দেওয়ায় এক যুবক হত্যা করেছে নিজের ঠাকুরমা, মা, বোন এবং বাবাকে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা দিল্লির পালাম এলাকার।
পুলিশ জানিয়েছে, কেশব নামে ওই যুবক দীর্ঘদিন নেশামুক্তি কেন্দ্রে ছিল। সেখান থেকে ছাড়া পেয়েও কোনও বদল আসেনি তার মধ্যে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই সমস্যা হত। কেশবের এক আত্মীয় প্রথমে পুলিশকে খবর দেয়। জানায়, কেশব বাড়ির সবাইকে মারধর করছে। পুলিশ তারপরে কেশবের বাড়িতে আসে। সেখান প্রথমে শৌচাগারে দুটি দেহ উদ্ধার করে। পরে বেডরুম থেকেও আরও দুটি দেহ উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
ওই আত্মীয় জানান, কেশবের বোন প্রথমে তাঁকে ফোন করে সাহায্যের জন্য আবেদন করেন। ওই আত্মীয় কেশবের বাড়িতে যেতেই সেখান থেকে চিৎকারের শব্দ পায়। এর পরেই পুলিশে খবর দেয় ওই আত্মীয়। পুলিশ আসতেই কেশব বাড়ি থেকে পালাতে চেষ্টা করে। যদিও তাকে হাতেনাতে ধরে নেয়।
advertisement
জেরায় কেশব জানিয়েছে, বাড়ির লোকের তাকে কিছুতেই মাদকের নেশা করতে দিত না। সেই রাগেই বাড়ির সকল সদস্যকে হত্যা করেছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view commentsLocation :
First Published :
November 23, 2022 8:03 PM IST

