বড় বিপদের আশঙ্কা? সমুদ্র তীরে কোথা থেকে এল এই প্রাণী, শুরু চর্চা

Last Updated:

সমুদ্র তীরে ঘুরতে এসে এমন ঘটনা যে ঘটবে, তা কখনও কল্পনাও করতে পারেননি এক ব্যক্তি।

Representational Image
Representational Image
#এডেনবার্গ: এমন প্রাণী আগে কেউ দেখেছেন কিনা সন্দেহ। সমুদ্র তীরে ঘুরতে এসে এমন ঘটনা যে ঘটবে, তা কখনও কল্পনাও করতে পারেননি এক ব্যক্তি। ঘটনা স্কটল্যান্ডের এডেনবার্গের স্থানীয় একটি সমুদ্র শহরের। সমুদ্র তীরে চলাফেরা করার সময়ে অচেনা এক প্রাণীকে পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তি। এর পরেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেন। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময়ে ওই ব্যক্তি বলেন, এমন প্রাণী আগে দেখিনি। এই প্রাণীটি কোথায় থাকে, কিছুই জানি না। প্রাণীটির গায়ে কাঁটা ছিল। কিছুটা সবুজ এবং কিছুটা সোনালি রং ছিল প্রাণীটির গায়ে। সেই সঙ্গে প্রাণীটি জীবিত ছিল। এটা কোনও প্রকার এলিয়ান হতে পারে।
advertisement
advertisement
ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করার পরেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, এটা আদতে কী প্রাণী। অনেকে আবার এলিয়ান ভেবে বিশ্বাসও করে নেন। তবে এই প্রাণীটি মোটেও এমন কিছু নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
স্কটল্যান্ডের বিন বিভাগের আধিকারিক পিটি হাসকেল জানান, আদতে এই প্রাণীটি খুবই বিরল। সমুদ্র তীরে খুব কম আসে। এগুলিকে সি মাউজ বলা হয়।
সাধারণত ৩০ সেমি পর্যন্ত বড় হতে পারে সি মাউস। গভীর সমুদ্রে থাকে। সোনালি, সবুজ এবং হাল্কা লাল রংয়ের হয়। বাইরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শরীরে কাঁটা থাকে। ছোট মাছ এবং জলজ প্রাণী খেয়ে থাকে সি মাউস। বিশেষজ্ঞদের মতে, কোনও কারণে সমুদ্রের তীরে এই প্রাণীটি হয়তো চলে এসেছে। এখন এই প্রাণীকে ঘিরে প্রবল কৌতূহল নেটিজেনদের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বড় বিপদের আশঙ্কা? সমুদ্র তীরে কোথা থেকে এল এই প্রাণী, শুরু চর্চা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement