বাবাকে খুন করে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কাটল ছেলে !

Last Updated:

বাবার ঘাড়ে কামড়ে সেখান থেকে রক্ত বার করে দিয়েছিল পুত্র সন্তান

#নাগপুর:  ২৫ বছরের এক যুবক নিজের বাবাকে খুন করার পরেও চরম নৃশংসতার পরিচয় দিল ৷ প্রতিহিংসায় ভুগে বাবাকে ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন করে খুন করে ছেলে ৷ এরপরে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কেটে ফেলে সে !নাগপুরের পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷
শনিবার রাতে হুদুকেশ্বর সিটি- এলাকায় এই ঘটনা ঘটে ৷ অভিযুক্ত ছেলের নাম বিক্রান্ত পিল্লেওয়ার ৷ বাবাকে খুন করার পরেও তাঁকে শান্ত করা যাচ্ছিল না তার পাগলামি বেড়েই চলেছিল পুলিশের দল এসে তাকে কোনওরকমে ধরে ৷
advertisement
পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পরিবারের মতে কোনও ঘটনা ঘটেনি শুধুশুধুই প্রতিহিংসায় ফুটছিল ছেলেটি ৷ প্রথমে বাবাকে কামড়ে দেয় , এত জোরে কামড় ছিল যে বাবার ঘাড় থেকে রক্ত বেরোতে শুরু করে ৷ তারপর ৫৫ বছরের প্রৌঢ়কে টানতে টানতে বারান্দায় নিয়ে যায় সেখানে তাঁর যৌনাঙ্গ টুকরো টুকরো করে কাটে ৷ সেখানেই তাকে মেরে ফেলে ৷ ’
advertisement
‘বিক্রান্ত একজন জিম ট্রেনার সে এই কাজ করার সময় হিন্দি ছবির ডায়লগ বলছিল ৷ তার মা ও বোন যখন বাধা দেওয়ার চেষ্টা করছিল তখন সে তাদেরও ভয় দেখায় ৷ পাঁচ জন পুলিশ এসে চারদিক থেকে চেপে ধরে তার নারকীয় ক্ষ্যাপামি থামানো যায় ৷ ’
হুদকেশ্বর পুলিশ স্টেশনের রাজকমল ওয়াঘমারে জানিয়েছেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাবাকে খুন করে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কাটল ছেলে !
Next Article
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE