বাবাকে খুন করে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কাটল ছেলে !

Last Updated:

বাবার ঘাড়ে কামড়ে সেখান থেকে রক্ত বার করে দিয়েছিল পুত্র সন্তান

#নাগপুর:  ২৫ বছরের এক যুবক নিজের বাবাকে খুন করার পরেও চরম নৃশংসতার পরিচয় দিল ৷ প্রতিহিংসায় ভুগে বাবাকে ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন করে খুন করে ছেলে ৷ এরপরে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কেটে ফেলে সে !নাগপুরের পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷
শনিবার রাতে হুদুকেশ্বর সিটি- এলাকায় এই ঘটনা ঘটে ৷ অভিযুক্ত ছেলের নাম বিক্রান্ত পিল্লেওয়ার ৷ বাবাকে খুন করার পরেও তাঁকে শান্ত করা যাচ্ছিল না তার পাগলামি বেড়েই চলেছিল পুলিশের দল এসে তাকে কোনওরকমে ধরে ৷
advertisement
পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘পরিবারের মতে কোনও ঘটনা ঘটেনি শুধুশুধুই প্রতিহিংসায় ফুটছিল ছেলেটি ৷ প্রথমে বাবাকে কামড়ে দেয় , এত জোরে কামড় ছিল যে বাবার ঘাড় থেকে রক্ত বেরোতে শুরু করে ৷ তারপর ৫৫ বছরের প্রৌঢ়কে টানতে টানতে বারান্দায় নিয়ে যায় সেখানে তাঁর যৌনাঙ্গ টুকরো টুকরো করে কাটে ৷ সেখানেই তাকে মেরে ফেলে ৷ ’
advertisement
‘বিক্রান্ত একজন জিম ট্রেনার সে এই কাজ করার সময় হিন্দি ছবির ডায়লগ বলছিল ৷ তার মা ও বোন যখন বাধা দেওয়ার চেষ্টা করছিল তখন সে তাদেরও ভয় দেখায় ৷ পাঁচ জন পুলিশ এসে চারদিক থেকে চেপে ধরে তার নারকীয় ক্ষ্যাপামি থামানো যায় ৷ ’
হুদকেশ্বর পুলিশ স্টেশনের রাজকমল ওয়াঘমারে জানিয়েছেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাবাকে খুন করে তাঁর গোপনাঙ্গ কুচিকুচি করে কাটল ছেলে !
Next Article
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE