'আমিই খুন করেছি...!' ফোন আসতেই চোখ কপালে উঠল পুলিশের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
এমন ফোন যে আসবে, তা কখনও কল্পনা করতে পারেনি পুলিশ।
#নয়াদিল্লি: এমন ফোন যে আসবে, তা কখনও কল্পনা করতে পারেনি পুলিশ। রবিবার সকাল ঠিক ৮টা বেজে ১০ মিনিটে দিল্লির হর্ষ বিহার থানায় প্রথম ফোনটি আসে। সেখানে এক ব্যক্তি দাবি করে সে, তিনি নিজেই তার স্ত্রী কে হত্যা করেছে। ওই ব্যক্তি এমন দাবি করার পরে স্বাভাবিক ভাবেই হকচকিয়ে যায় পুলিশ। শেষে বিষয়টি নিয়ে তদন্তে নামে। তখনই জানা যায় ওই ব্যক্তি কোনও মিথ্যা কোনও কথা বলেনি। নিজের স্ত্রীকে খুন করে পুলিশকে ফোন করেছিল ওই ব্যক্তি।
পুলিশ প্রথমে ওই ব্যক্তির ঠাকানা জোগাড় করে। তার পরে ওই ব্যক্তির বাড়িতে যায় পুলিশ। সেখানে এক মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই তদন্তে নাম পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম যোগেশ কুমার। দিল্লির সুশীলা গার্ডেন এলাকার বাসিন্দা যোগেশ আর্থিক সমস্যায় ভুগছিল। তা ঘিরে সাংসারিক অশান্তি ছিল। সম্প্রতি তার স্ত্রী বেশ কিছু টাকা ধার নেন। কিন্তু সেই বিষয়টি মোটেও পছন্দ হয়নি যোগেশের।
advertisement
advertisement
এরপরেই স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ ঝগড়ার সময়ে নিজের স্ত্রীকে হত্যা করে যোগেশ। তারপরেই পুলিশে খবর দেয়। প্রথমে পুলিশ যোগেশের ফোনে হতবাক হয়ে যায়। কারণ অনেক সময়েই ভুয়ো ফোন আসে পুলিশের কাছে। এর পরে ফোনের সত্যতা জানতে যোগেশের ঠিকানা জোগাড় করে পুলিশ। তার বাড়িতে পা রাখতেই চোখ কপালে ওঠে পুলিশের।
advertisement
বাড়ির ভিতরে এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যোগেশকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view commentsLocation :
First Published :
November 22, 2022 9:01 PM IST

