বড় চাল অনুব্রতর, দিল্লি যাত্রা আটকাতে কেষ্টর হয়ে আদালতে কপিল সিব্বল

Last Updated:

Anubrata Mondal: সিবিআই পরে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল এবার দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#নয়াদিল্লি: সিবিআই এর পরে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল এবার দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সায়গলের মতো অনুব্রতকে দিল্লি নিয়ে আসতে পারে ইডি। সেখানেই জেরা করা হতে পারে তাঁকে। এবার দিল্লি হাইকোর্টে মামলা করায় আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে। আগামী বৃহস্পতিবার সম্ভবত এই মামলার শুনানি।
অনুব্রতর হয়ে এদিন আদালতে আবেদন করেন আইনজীবী কপিল সিব্বল। আবেদনে বলা হয়েছে, অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বিবেচনা করে যাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া না হয়। আগামী বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানির সম্ভাবনা। ফলে
আপাতত রাউস অ্যাভিনিউ আদালতের শুনানি হচ্ছে না।
advertisement
advertisement
কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে ইডি। অভিযোগ, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সুকন্যাকে দিল্লিতে তলব করে ইডি। পরে এই মামলায় চলতি মাসের শুরুতে তদন্তকারীদের মুখোমুখি হন সুকন্যা মণ্ডল।
advertisement
প্রসঙ্গত, গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের বাড়ি থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার পর কয়েকদিন তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন। পরে অনুব্রতর ঠিকানা হয় আসানসোল সংশোধনাগার। গত সপ্তাহেই অনুব্রতকে টানা জেরা করে ইডি। পরে অনুব্রতকে গ্রেফতারও করে। অন্যদিকে, অনুব্রতর লটারি যোগ নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় চাল অনুব্রতর, দিল্লি যাত্রা আটকাতে কেষ্টর হয়ে আদালতে কপিল সিব্বল
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement