advertisement

বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশকর্মীকে নিয়ে বড় আপডেট, কী জানাচ্ছে হাসপাতাল

Last Updated:

বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশ কর্মী প্রভাত সর্দারের এদিন অস্ত্রোপচার করা হয় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে।

#বসিরহাট: বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশ কর্মী প্রভাত সর্দারের এদিন অস্ত্রোপচার করা হয় বারাসাতের এক বেসরকারি হাসপাতালে। প্রায় ঘন্টা দুয়েক সময় ধরে এই অপারেশন চলে বলে হাসপাতাল সূত্রে খবর। এরপরই পরিবারের সূত্রে জানা যায়, বর্তমানে পুলিশ কর্মী বিপদ মুক্ত বলেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। এদিন আহত পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপির বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি তাপস মিত্র।
এদিন আহত পুলিশ কর্মীকে দেখতে এসে তিনি জানান, ঘটনা যেখানেই হোক, যেহেতু আহত পুলিশ কর্মী বর্তমানে তাঁর জেলায় আছেন, তাই তাঁর কর্তব্য ওই পুলিশ কর্মীর সঙ্গে দেখা করা। আহত পুলিশ কর্মী প্রভাত সর্দার ভাল আছেন বলেও জানান তিনি। অন্যদিকে, বসিরহাটের ঘটনার তীব্র নিন্দা করেন তাপস মিত্র।
advertisement
advertisement
পাশাপাশি এদিন শাসকদলের বিরুদ্ধে প্রশ্ন ছুঁড়ে দিয়ে কটাক্ষ করে বলেন, "গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন একজন অফিসার আহত হয়েছিলেন। বিজেপি নেতৃত্ব তাতে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু সেইসময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে সামনে দাঁড়িয়ে বলেছিলেন উনি থাকলে বিজেপি কর্মীদের কপালে গুলি করতেন। যেভাবে গতকাল পুলিশ কর্মীকে গুলি করা হল, তাহলে এই ঘটনায় কি তৃণমূল কর্মীদের কপালে গুলি করবেন?" পাশাপাশি ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবী জানান তিনি।
advertisement
প্রসঙ্গত, সোমবার বসিরহাট তৃণমূল কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকে বিষয়টি গড়ায় হাতাহাতি। পরে অশান্তি থামাতে সেই এলাকায় যায় পুলিশ। অভিযোগ, সেই সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেই আহত হন পুলিশ কর্মী প্রভাত সর্দার। ইতিমধ্যে ঘটনায় ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশকর্মীকে নিয়ে বড় আপডেট, কী জানাচ্ছে হাসপাতাল
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement