মুখ থেকে বাঁশির শব্দ, ৭ বছরের শিশুর সঙ্গে অবশেষে যা ঘটল
- Published by:Suvam Mukherjee
- Written by:Onkar Sarkar
Last Updated:
মঙ্গলবার দুপুরে শ্বাসনালী থেকে বাঁশি বের করে ওই শিশুকে রক্ষা করল কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল।
#কলকাতা: বাঁশি গিলে ফেলে বিপাকে ৭ বছরের শিশু। অবশেষে মঙ্গলবার দুপুরে শ্বাসনালী থেকে বাঁশি বের করে ওই শিশুকে রক্ষা করল কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ বারাসাতের কাছে হোগলা অঞ্চলের বাসিন্দা ৭ বছরের শাহরুল অখুন খেলার ছলে একটি বাঁশি গিলে ফেলে। বাবা মা দেখতে পান শিশুটি কাশছে। আর কাশির সময় গলার ভেতর থেকে বাঁশির মত শব্দ হচ্ছে। এরপরই শিশুটিকে নিয়ে প্রথমে দক্ষিণ বারাসাতের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা দেখে জানিয়ে দেন অন্যত্র নিয়ে যেতে হবে। তখন পরিবারের সদস্যরা শিশুকে নিয়ে আসে বারুইপুর হাসপাতালে। সেখানে থেকেও রেফার করা হয় ওই রোগীকে। পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয় পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে। এরপর সোমবারই সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নিয়ে আসা হয় শিশুকে। পরিবারের অভিযোগ এক্সরে করে দেখা হলেও, বাঁশি বের করার কোনও ব্যবস্থা নেয়নি ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। সোমবার রাতে হাসপাতালে ভর্তি রেখে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ জানানো হয় এই হাসপাতাল কিছুই করতে পারবে না।
advertisement
advertisement
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অসহায় পরিবার তখন কলকাতা মেডিক্যাল কলেজের স্মরণাপন্ন হয়। এখানেই ইএনটি বিভাগে দেখানোর পর চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায় এবং তাঁর টিম সিদ্ধান্ত নেন অবিলম্বে ব্রংকোস্কপির মাধ্যমে শিশুর শ্বাসনালীর ডান দিকে আটকে থাকা বাঁশিটি বের করবেন। সেই মতোই অত্যন্ত দ্রুততার সঙ্গে বাঁশিটি বাইরে বের করে নিয়ে আসা হয়। সব ঠিক থাকলে বুধবারই ছেড়ে দেওয়া হবে ৭ বছরের ছোট্ট শাহরুলকে।
advertisement
চিকিৎসক দীপ্তাংশু মুখোপাধ্যায় জানিয়েছেন, "আরও দেরি হলে নিউমোনিয়া, এমন কী মৃত্যু পর্যন্ত হতে পারত। আমরা যত কম সময়ে সম্ভব শিশুর শ্বাসনালী থেকে বাঁশিটি বের করে এনেছি। এখন একদম ভালো আছে। আমরা হয়তো আগামী ২৪ ঘণ্টায় ছেড়েও দেব।" কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের এই পরিষেবা দেখে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে শিশুর পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 5:43 PM IST