Malda News: মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !

Last Updated:

ফের মালদহে বেআইনি অস্ত্র কারবারের হদিশ। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার আশায় তদন্তকারীরা। আজ, মঙ্গলবার তাকে তোলা হবে মালদহ জেলা আদালতে।

মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !
মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !
সেবক দেবশর্মা, মালদহ: মালদহে পুলিশের স্পেশাল টাক্স ফোর্সের জালে বেআইনি অস্ত্র কারবারের চাঁই। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি পাইপগান। মালদহের বৈষ্ণবনগর থানার ১৭ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। ধৃত অস্ত্র কারবারির নাম হায়াত আলি। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগরের চিনাবাজার এলাকায়।
মঙ্গলবার ধৃতকে তোলা হবে মালদহ জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। ধৃতকে জেরা করে মালদহে বেআইনি অস্ত্রের কারবার সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।
advertisement
এনিয়ে দিন কয়েকের মধ্যেই মালদহে অস্ত্র উদ্ধারে জোড়া সাফল্য পেল এসটিএফ। গত সপ্তাহেই মালদহের রতুয়া থানা লাগোয়া আহমেদাবাদ থানা এলাকায় অস্ত্র কারখাানার হদিশ পায় বেঙ্গল এসটিএফ। বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানা পাকড়াও করে এসটিএফ।
advertisement
এদিন এসটিএফ-এর কাছে গোপন সূত্রে খবর আসে বৈষ্ণবনগরে বেআইনি অস্ত্রের হাতবদল হবে। সেইমতো সকাল থেকেই বৈষ্ণবনগর থানার পুলিশকে জানিয়ে ফাঁদ পাতে এসটিএফ। এরপর সোর্সের খবর মতো বছর ৩৫ এর যুবক হায়াত আলিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে এসটিএফ। পরে তার কাছে তল্লাশি চালিয়ে় উদ্ধার হয় চারটি দেশি পাইপগান।
advertisement
প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃত হায়াত আলি বেশ কিছুদিন ধরেই বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। নির্দিষ্ট বরাতের ভিত্তিতেই এদিন অস্ত্রের হাত বদলের জন্য ১৭ মাইল এলাকায় আসে ওই যুবক। কিন্তু ক্রেতার অপেক্ষা করার সময় এসটিএফ-এর হাতে ধরা পড়ে যায় সে।
advertisement
তবে কে বা কারা, কী উদ্দেশে ওই অস্ত্রের বরাত দিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এ সংক্রান্ত তথ্য জানার জন্যই ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এর সঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গোলমাল পাকানোর কোনওরকম উদ্দেশ্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে একসঙ্গে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং চাই ধরা পড়ার ঘটনাকে সাফল্য বলেই মনে করছে এসটিএফ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Malda News: মালদহে এসটিএফ-এর জালে অস্ত্র কারবারি, উদ্ধার প্রচুর অস্ত্রসস্ত্র !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement