Bardhaman News: চালককে সওয়ারির আসনে বসিয়ে রিকশা টানলেন প্রবীণ মন্ত্রী, গেলেন ‘দুয়ারে ডাক্তার’ ক্যাম্পে
- Published by:Siddhartha Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
তিনি প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। বয়সে প্রবীণ। কিন্তু জন সংযোগে তাঁর উৎসাহ দেখার মতো। চাইলেই নামি বেসরকারি হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতেই পারতেন তিনি। তা না করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন দুয়ারে ডাক্তার ক্যাম্পে।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: লাল বাতির গাড়ি ছেড়ে রিকশা টানলেন প্রবীণ মন্ত্রী। সেই রিকশা টানলেন রিকশার চালককে যাত্রীর আসনে বসিয়েই। রিকশায় বসিয়ে চালককে নিয়ে গেলেন দুয়ারে ডাক্তার ক্যাম্পে। সেখানে নিয়ে গিয়ে ওই রিকশা চালকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করলেন মন্ত্রী। সেই ক্যাম্পে নিজেরও স্বাস্থ্য পরীক্ষা করালেন তিনি।
তিনি প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। বয়সে প্রবীণ। কিন্তু জন সংযোগে তাঁর উৎসাহ দেখার মতো। চাইলেই নামি বেসরকারি হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতেই পারতেন তিনি। তা না করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন দুয়ারে ডাক্তার ক্যাম্পে। সোমবার এই ঘটনার সাক্ষী থাকল বর্ধমান।
মন্ত্রী বলেন, ‘‘সাধারণ মানুষের জন্যই তো সরকার। তাই একজন জনপ্রতিনিধি হয়ে এইটুকু কাজ করা যেতেই পারে। রিকশা চালকরা প্রতিদিনই কষ্ট করে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেন। এদিন তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জানালে তিনি আমাকে তাঁর রিকশায় পৌঁছে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তিনি আমার থেকেও বয়সে বড় হওয়ায় আমি নিজে রিকশা চালিয়ে তাঁকে ক্যাম্পে নিয়ে যাই।’’
advertisement
advertisement
সোমবার বর্ধমানের ২৮ নম্বর ওয়ার্ডে একটি দুয়ারে ডাক্তার ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন চিকিৎসকদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এই ক্যাম্পে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। মন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় স্থানীয় একটি মন্দিরে পুজো দেন। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যাম্পে যান। রাস্তায় মোহনবাগান মাঠ এলাকায় এক রিকশা চালককে স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে বলেন। রিকশা চালক মন্ত্রীকে পৌঁছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মন্ত্রী তখন নিজেই রিকশয় চাপিয়ে তাঁকে নিয়ে যান। মোহনবাগান মাঠ এলাকা থেকে ২৮ নম্বর ওয়ার্ডের ওলাইচন্ডীতলা পর্যন্ত প্রায় আধ কিলোমিটার রাস্তা রিকশা চালান মন্ত্রী। মন্ত্রীর এই রিকশা চালানোর ঘটনা চাক্ষুষ করেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, বাসিন্দাদের সঙ্গে তাদের মতো করে মিশতে ভালবাসেন মন্ত্রী স্বপন দেবনাথ। তাই রিকশা চালিয়েছেন তিনি খুশি মনেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,Barddhaman,West Bengal
First Published :
March 21, 2023 6:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: চালককে সওয়ারির আসনে বসিয়ে রিকশা টানলেন প্রবীণ মন্ত্রী, গেলেন ‘দুয়ারে ডাক্তার’ ক্যাম্পে