অভিনেত্রীর আসল নাম অন্তরা বিশ্বাস। এই বঙ্গললনার শৈশবে দারিদ্র্য ছিল নিত্য সঙ্গী। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে যে, অভিনেত্রীর বাবা এক জন ব্যবসায়ী ছিলেন। কিন্তু ব্যবসায় ক্ষতির মুখ দেখার ফলে আর্থিক অবস্থার অবনতি হয়। এই পরিস্থিতিতে মাত্র ১৫ বছর বয়স থেকেই কাজ শুরু করতে হয়েছিল মোনালিসাকে। প্রথমে একটি হোটেলে হোস্টেস হিসেবে কাজ করতেন তিনি। দৈনিক ১২০ টাকার বিনিময়ে এই কাজ করতে হত নায়িকাকে। তবে হোটেলে কাজ করার সময়ই এক বাঙালি প্রযোজকের সঙ্গে আলাপ হয়। এটাই তাঁর জীবন বদলে দেয়।
আসলে ওই প্রযোজক মোনালিসাকে মডেলিং করার পরামর্শ দেন। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন। তাঁর প্রথম ভোজপুরি ছবি হল ‘কাহা যাইবা রাজা নজরিয়া লড়াইকে’। এই ছবিতে অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের মাধ্যমে ভক্তদের মন জয় করে নেন তিনি। এর পর তাঁর ঝুলিতে এসেছিল আরও অনেক ছবিই। এমনকী গ্ল্যামারাস এই নায়িকা অংশ নিয়েছিলেন ‘বিগ বস ১০’-এও। এই শোয়ে বিজয়ী না-হলেও মানুষের মনে জায়গা করতে পেরেছিলেন তিনি। আর এটাই তাঁর জন্য আরও অনেক পথ খুলে দিয়েছিল।
এ-ভাবেই খ্যাতির চূড়ায় পৌঁছেছেন মোনালিসা। তাঁর বর্তমান আয় শুনলে চোখ রীতিমতো কপালে উঠবে! যিনি এক সময় মাসে মাত্র ৩৬০০ টাকা আয় করতেন, বর্তমানে তিনিই প্রতিটি ছবির জন্য ৫-৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এখানেই শেষ নয়, এক-একটি টিভি শোয়ের জন্য নেন ৫০-৭০ হাজার টাকা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর মোট আয় এখন ৮-১০ কোটি টাকার কাছাকাছি। এক সময় এক কামরার ঘরে থাকতেন মোনালিসা। বর্তমানে মুম্বইয়ের অভিজাত এলাকায় থাকেন তিনি। ২০১৪ সালে সেখানে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। তাঁর সংগ্রহে রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়িও। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে যে, খুবই বিলাসবহুল জীবনযাপন করেন এই ভোজপুরি গ্ল্যামার ক্যুইন!