Kolkata News: ১ লক্ষ টাকা তুলেও শেষ রক্ষা হল না! 'দামি চশমা'র গেরোয় শ্রীঘরে 'কৌশলী' এটিএম প্রতারক...

Last Updated:

Kolkata News: শৌভিক বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রতারক রাসবিহারী অ্যাভিনিউয়ের (Rashbehari Road) এক এটিএম কাউন্টার থেকে কৌশলে এক ব্যক্তির এটিএম কার্ড হাতিয়ে নেয় (ATM Fraud)।

পুলিশের জালে এটিএম প্রতারক
পুলিশের জালে এটিএম প্রতারক
গত ২৮ অক্টোবর রাসবিহারী অ্যাভিনিউ এলাকায়(Kolkata News) এটিএমে যান সুদীপ দে। সেখানেই দাঁড়িয়ে ছিল প্রতারক শৌভিক। নিজেকে ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দেয় সে। সুদীপবাবুকে জানতে চান কেওয়াইসি আপডেট না থাকলে টাকা জমা দিতে পারবেন না। এই বলে সুদীপবাবুকে এটিএম-এ কার্ড (Rashbehari ATM Fraud)  ব্যবহার করে পিন দিতে বলে প্রতারক। সেই সুযোগে পিন জেনে যায় সে। আর কৌশলে (Kolkata News) কার্ড বদলে দেয় বলে অভিযোগ।
advertisement
advertisement
টালিগঞ্জ থানার পুলিস সূত্রে খবর, কার্ড ব্যবহার করে চশমা কেনার পর কার্ড মালিক সুদীপবাবুর কাছে মেসেজ যায়, কার্ড ব্যবহার করে চশমা কেনা হয়েছে (Kolkata News)। তাতে চশমার দোকানের নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিস। একইসঙ্গে রাসবিহারী অ্যাভিনিউয়ের যে এটিএম কাউন্টারে কৌশলে (Rashbehari ATM Fraud)  সুদীপবাবুর কার্ড বদলে ফেলেছিল প্রতারক শৌভিক, সেখানকার সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয় তদন্ত স্বার্থে।
advertisement
পুলিস সূত্রে খবর(Kolkata News), কার্ড ব্যবহার করে চশমা কেনার পর দোকানে প্রতারক জানায় সে তার বাবার জন্য চশমা কিনেছে। বাবা আসার কথা আছে, এলে বলবেন ছেলে নিয়ে গিয়েছে। কিন্তু এই ভুলেই পুলিসের জালে প্রতারক (Rashbehari ATM Fraud) । দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকা থেকে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস(Kolkata News)। ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হলে ৫ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kolkata News: ১ লক্ষ টাকা তুলেও শেষ রক্ষা হল না! 'দামি চশমা'র গেরোয় শ্রীঘরে 'কৌশলী' এটিএম প্রতারক...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement