বাজিগর ছবির আদলে স্ত্রীকে ব্রিজ থেকে ধাক্কা স্বামীর, কিন্তু ছোট্ট ভুলেই যা কাণ্ড হল

Last Updated:

ছবির একটি দৃশ্যে অভিনেতা শাহরুখ খান যেভাবে শিল্পা শেঠিকে খুন করেন, একই ভাবে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে খুন করেছে।

পুলিশ৷ প্রতীকী ছবি
পুলিশ৷ প্রতীকী ছবি
#কারেলি: কিছুতে বনিবনা হচ্ছিল না স্ত্রীয়ের সঙ্গে। পুলিশের কাছেও স্বামীর নামে অভিযোগ করেছিলেন স্ত্রী। শেষে স্ত্রীকে জনপ্রিয় এক সিনেমার কায়দায় হত্যা করল স্বামী। বলিউড ফিল্ম 'বাজিগর'-এর একটি দৃশ্যের আদলে স্ত্রীকে হত্যা করেছে ওই ব্যক্তি। ছবির একটি দৃশ্যে অভিনেতা শাহরুখ খান যেভাবে শিল্পা শেঠিকে খুন করেন, একই ভাবে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে খুন করেছেন। মধ্যপ্রদেশের কারেলিতে এই খুনের ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম শৈলেন্দ্র। তার স্ত্রীয়ের নাম দীপা। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীয়ের উপর চাপ দিত শৈলেন্দ্র। এই নিয়ে প্রায়ই ঝগড়া হত। শেষে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে যান ওই মহিলা। পরে দু পক্ষের মিমাংসা হয়ে যায়। ফেল শৈলেন্দ্র এবং দীপা একসঙ্গে থাকতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, একসঙ্গে শৈলেন্দ্র দীপার ওই পদক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেনি। শেষে দীপাকে হত্যা করার ষড়যন্ত্র করে সে। কারেলিতে একটি সেতুর কাছে ঘুরতে নিয়ে যায় দীপাকে। সেখানে স্ত্রীকে বসিয়ে রেখে সিগারেট খাওয়ার নাম করে অন্যত্র যায় শৈলেন্দ্র। কিন্তু আচমকা পিছন থেকে এসে ধাক্কা দিয়ে ব্রিজ থেকে দীপাকে ফেলে দেয় শৈলেন্দ্র। মৃত্যু নিশ্চিত করতে বড় পাথর দিয়ে রক্তাক্ত দীপার মুখ থেঁতলে দেয় শৈলেন্দ্র।
advertisement
advertisement
এখানেই শেষ নয়। এর পরে নিজেই পুলিশকে ফোন করে শৈলেন্দ্র। পুলিশকে জানায়, তার স্ত্রী ব্রিজ থেকে পড়ে গিয়েছেন। দীপার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু প্রথম থেকেই শৈলেন্দ্রর কথায় সন্দেহ শুরু হয় পুলিশের মধ্যে। পরে পুলিশ জানতে পারে, সেই সময়ে শৈলেন্দ্রর এক বন্ধুও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
পরে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শেষে ওই যুবক পুলিশের কাছে সব কিছু বলে দেয়। জানা গিয়েছে, বন্ধুকে নিয়েই সেই সময়ে ঘটনাস্থলে গিয়েছিল শৈলেন্দ্র। কিন্তু তার বন্ধু ভাবতেও পারেনি যে স্ত্রীকে খুন করতে যাচ্ছেন শৈলেন্দ্র।
advertisement
চোখের সামনে সেই দৃশ্য দেখায় ঘাবড়ে যায় ওই যুবক। পরে শৈলেন্দ্র তাকে হুমকি দেয় এবং তার কথামতো বয়ান পুলিশকে দিতে বলে। কিন্তু শেষে পুলিশের কাছে আসল সত্যি উগড়ে দেয় ওই যুবক।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
বাজিগর ছবির আদলে স্ত্রীকে ব্রিজ থেকে ধাক্কা স্বামীর, কিন্তু ছোট্ট ভুলেই যা কাণ্ড হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement