Crime News: ভয়ঙ্কর কাণ্ড! স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়াল স্বামী! ঘটনা শুনলে শিউরে উঠবেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Crime News: ভয়ঙ্কর কাণ্ড! ভোজালি দিয়ে কোপ স্ত্রীর গলায়। ভোজালির কোপে ধড় থেকে মুণ্ডু আলাদা করে দিল স্বামী। স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়াল অভিযুক্ত। পটাশপুরের চিস্তিপুর গ্রামের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্ব মেদিনীপুর: ভয়ঙ্কর কাণ্ড! ভোজালি দিয়ে কোপ স্ত্রীর গলায়। ভোজালির কোপে ধড় থেকে মুণ্ডু আলাদা করে দিল স্বামী। স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে গ্রামের মধ্যে ছুটে বেড়াল অভিযুক্ত। পটাশপুরের চিস্তিপুর গ্রামের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযুক্তের স্ত্রী তখন রান্না করছিলেন। সেই সময়ই স্বামী ভোজালি নিয়ে কোপ দেয় স্ত্রীর গলায়। ধড় থেকে থাকা আলাদা হয়ে যায়। জানা গিয়েছে, সঙ্গে বেশ কয়েকদিন ধরেই তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। কার্যত বিবাদ চলছিলই বলা যায়। অনেকের ধারণা তৃতীয় ব্যক্তি ঘটিত কারণেই নাকি এই সমস্যার সূত্রপাত। স্ত্রী পরকীয়া করছে এমনটাই আঁচ করেছিলেন স্বামী। আর তার জেরেই ভয়ঙ্কর কাণ্ড।
advertisement
advertisement
স্ত্রীর কাটা মাথা নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ে অভিযুক্ত। তারপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় অভিযুক্তকে তার স্ত্রীর কাটা মুণ্ডু-সহ গ্রেফতার করতে সক্ষম হয় পটাশপুর থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, কয়েকবছর আগেও ওই যুবক মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। তখন তার চিকিৎসাও চলছিল। তারপর আজকের এই ঘটনা।
advertisement
পঙ্কজ দাশ রথী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2024 3:42 PM IST