Home /News /crime /
গণধর্ষিত কিশোরী স্থানীয়দের কাছে লিফট চাইল, গাড়িতে তুলে আবার রেপ!

গণধর্ষিত কিশোরী স্থানীয়দের কাছে লিফট চাইল, গাড়িতে তুলে আবার রেপ!

গুরগাঁওয়ে গণধর্ষণ

গুরগাঁওয়ে গণধর্ষণ

ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই৷ কিন্তু মেয়েটি ভয়ে কিছু বলতে পারছিল না বাড়িতে৷ এরপর প্রবল জ্বর ও মানসিক অবসাদে শেষ পর্যন্ত বাবাকে বলে৷ বাবার সঙ্গেই সে যায় পুলিশ স্টেশনে৷ শারীরিক পরীক্ষায় ডাক্তাররাও জানান, কিশোরীকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে৷

আরও পড়ুন...
 • Last Updated :
 • Share this:

  #গুরগাঁও: অপহরণের পর গণধর্ষণ করা হয় ১৫ বছরের কিশোরীকে৷ রক্তাক্ত, বিধ্বস্ত অবস্থায় মেয়েটি বাড়ি ফেরার জন্য রাস্তায় জনৈক দুই ব্যক্তির গাড়িতে কাতর ভাবে লিফট চায়৷ লিফট দেব বলে গাড়িতে তোলে ওই ব্যক্তিরা৷ তারপর গণধর্ষিত ওই কিশোরীকে তারা আবার ধর্ষণ করে৷ নৃশংস ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের পুনহানা এলাকায়৷

  ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই৷ কিন্তু মেয়েটি ভয়ে কিছু বলতে পারছিল না বাড়িতে৷ এরপর প্রবল জ্বর ও মানসিক অবসাদে শেষ পর্যন্ত বাবাকে বলে৷ বাবার সঙ্গেই সে যায় পুলিশ স্টেশনে৷ শারীরিক পরীক্ষায় ডাক্তাররাও জানান, কিশোরীকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে৷

  ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, গত ৩০ জুলাই কয়েকজন কিডন্যাপ করে৷ একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাথায় দেশি পিস্তল ঠেকিয়ে একটি লোক তার কয়েকজন বন্ধুকে ডাকে৷ তারপর সবাই মিলে গণধর্ষণ করে মেয়েটিকে৷ তাকে ঝোপে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন রাস্তায় জৈনক দুই ব্যক্তিকে বলেন, মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে৷ ওই দুই ব্যক্তি মেয়েটিকে গাড়িতে লিফট দেওয়ার নাম করে আবার একটি নির্জন জায়গায় নিয়ে যায়৷ সেখানে তারা আবার রেপ করে মেয়েটিকে৷

  মেয়েটির বাবার কথায়, 'মেয়ে কয়েক দিন ধরেই ভীত সন্ত্রস্ত হয়েছিল৷ আমার সন্দেহ হয়৷ অনেক ক্ষণ ধরে কথা বলার চেষ্টা করতেই ভেঙে পড়ে ও৷ সে দিনের বীভত্‍‌স ঘটনাটি বলে৷ আমি চাই দোষীদের ফাঁসি হোক৷' পুলিশ জানিয়েছে, মেয়েটেরি বয়ানের ভিত্তিতেই তদন্ত চলছে৷ নানা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে৷

  আরও ভিডিও: খিদিরপুরে পথশিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ! অপরাধীদের ফাঁসির সাজা নগর দায়রা আদালতের

  First published:

  Tags: Gang Rape, Gurgaon, Rain in India