• Home
 • »
 • News
 • »
 • crime
 • »
 • বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে, বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ

বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে, বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ

Representational Image

Representational Image

বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে ৷ ভাড়া বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ ৷

 • Share this:

  #রাঁচি: বুরারিকাণ্ডের ছায়া এবার রাঁচিতে ৷ ভাড়া বাড়ি থেকে মিলল একই পরিবারের ৭ জনের মৃতদেহ ৷ ঝাড়খাণ্ডের কানকে এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ মঙ্গলবার বাড়ির ভিতর থেকে সকলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ৷ অনুমান করা হচ্ছে আর্থিক সমস্যার জেরে সকলে আত্মবত্যা করেছে ৷

  আরও পড়ুন: অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়

  মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে ৷ পুলিশ সুপার অনিশ গুপ্ত জানিয়েছেন, প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা ৷ পাঁচজন প্রাপ্ত বয়স্ক ও ২ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

  আরও পড়ুন: ১২-র নীচে কন্যা ধর্ষণে সাজা মৃত্যুই, লোকসভায় পাস বিল

  বাড়ির মালিক অলক নারায়ণ মিশ্র জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের বাড়িতে ভাড়া থাকতে আসে ওই পরিবার ৷ এদিন সকালে বাচ্চাদের নিতে স্কুলের ভ্যান বাড়িতে এলে ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ কেউ দরজা খুলছে না দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখে এই ভয়াবহ কাণ্ড ৷

  আরও পড়ুন: আগামী ২ ঘণ্টায় কলকাতায় ধেয়ে আসছে বৃষ্টি, পড়বে বাজও

  First published: