টাকা লুঠ করার নতুন কৌশল সাইবার অপরাধীদের, জনধন যোজনার অ্যাকাউন্ট ভাড়া!
- Published by:Siddhartha Sarkar
- Edited by:Siddhartha Sarkar
Last Updated:
এবার নতুন পদ্ধতিতে অনলাইনে টাকা লুঠ করছে সাইবার অপরাধীরা। এমনই তথ্য ইতিমধ্যেই হাতে পেয়েছে রাজ্য পুলিশের সাইবার বিভাগ।
সৌরভ তিওয়ারি, কলকাতা: বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে সাইবার অপরাধীরা অনলাইনে প্রতারণা করছে। সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে চলছে অনলাইন লুঠ। এবার নতুন পদ্ধতিতে অনলাইনে টাকা লুঠ করছে সাইবার অপরাধীরা। এমনই তথ্য ইতিমধ্যেই হাতে পেয়েছে রাজ্য পুলিশের সাইবার বিভাগ।
রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে , রীতিমতো জনধন অ্যাকাউন্ট ভাড়া করে চলছে প্রতারণা, অনলাইনে টাকা লুঠ। জনধন অ্যাকাউন্ট হোল্ডাররা কোনও কিছু জানতেই পারছেন না ৷ আবার অনেকে সব কিছু জেনেও নিজেদের জনধন অ্যাকাউন্ট সাইবার অপরাধীদের ব্যবহার করতে দিচ্ছে। এই অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য সাইবার অপরাধীদের তরফ থেকে সেই অ্যাকাউন্ট হোল্ডার কে মাসে ৫ থেকে ৬ হাজার টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং এর আড়ালে অপরাধীরা ফায়দা নিচ্ছে। কোনও কোনও সাইবার অপরাধী মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করছে। এমনই তথ্য রাজ্য পুলিশের সাইবার বিভাগ এবং গোয়েন্দাদের কাছে।
advertisement
ইতিমধ্যেই বেশ কিছু জনধন অ্যাকাউন্টকে ট্র্যাক করে পুলিশ বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে,কিন্তু সেই ভাবে সাইবার অপরাধীদের নিজেদের জালে আনতে পারিনি পুলিশ।
advertisement
রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে মূলত গরিব, নিম্ন মধ্যবিত্তদের জনধন অ্যাকাউন্টগুলিকে টার্গেট করছে সাইবার অপরাধীরা ।
advertisement
কোন জনধন অ্যাকাউন্ট ব্যবহার সাইবার অপরাধীদের?
জন ধন অ্যাকাউন্ট ভাড়া করার পর সেই অ্যাকাউন্ট দিয়ে অপরাধ করলে পুলিশ নির্দিষ্ট সেই অ্যাকাউন্ট হোল্ডারের সন্ধান পাবে কিন্তু সাইবার অপরাধীদের কাছে পৌঁছতে পারবে না।
বেশ কিছু জন ধন অ্যাকাউন্ট সাইবার বিশেষজ্ঞরা ভাড়া করছে এবং যাদের কাছ থেকে সেই অ্যাকাউন্ট ভাড়া নিচ্ছে তাদেরকে প্রতি মাসে কিছু টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রলোভন দেখিয়ে তাদের এটিএম কার্ড নিয়ে নেওয়া হচ্ছে অপরাধীদের তরফ থেকে।
advertisement
পাশাপাশি অপরাধীরা বেশ কিছু দালালের মাধ্যমে এই জনধন অ্যাকাউন্টের সন্ধান পাচ্ছে। এক সময় পড়শি রাজ্যের জামতাড়া থেকে এই প্রতারণা চলত ৷ কিন্তু সম্প্রতি গত এক বছর ধরে এই রাজ্যেও গজিয়ে উঠেছে একাধিক গ্যাং।
এই প্রতারণা মূল অপরাধীদের খোঁজ পেতে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক জেলা পুলিশ ময়দানে নেমে পড়েছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কিছু গ্যাং-এর বিষয়ে তারা জানতে পেরেছেন এবং তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ এবং গোয়েন্দারা।
advertisement
Reporter: Sourav Tiwari
Location :
First Published :
December 08, 2022 11:58 AM IST