Crime News: ঘর ছাড়তে হুমকি, মানিকতলা মেইন রোডে দুই বোনের শ্লীলতাহানির অভিযোগ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
রাতে দুই বোনের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, মারধরের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। বুধবারই শিয়ালদহ আদালতে দুই বোনের গোপন জবানবন্দি নথিভুক্ত করার ব্যবস্থা করে পুলিশ।
অমিত সরকার, কলকাতা: বাড়ি ছাড়তে নারাজ। ক্রমশ তৈরি করা হচ্ছে চাপ। বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় বারে বারে আসছে হুমকি। এমনকী, রাস্তাতে দুই বোনকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল নারকেলডাঙা থানা এলাকায়। মঙ্গলবার রাতেও তাদের উপর চড়াও হন পাড়ার তিন যুবক, যাদের মধ্যে দু’জন খোদ ওই দুই যুবতীর পাশের ঘরেই থাকেন। রাতে দুই বোনের করা লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, মারধরের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। বুধবারই শিয়ালদহ আদালতে দুই বোনের গোপন জবানবন্দি নথিভুক্ত করার ব্যবস্থা করে পুলিশ।
২২৩/১/১০ মানিকতলা মেইন রোডের বাড়িতে জন্মের পর থেকে পরিবারের সঙ্গে থাকেন দুই বোন। বাবা মারা যাওয়া পর থেকে মাকে নিয়েই থাকেন তারা। তাদের অভিযোগ ওই বাড়িতেই একটি ঘরে থাকা এক যুবক এলাকার আরও দুই যুবককে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন ওই দুই যুবতীকে। এমনকী, রাস্তাতে আগেও পথ আটকে শাসানো অশালীন আচরণ করেছেন ওই তিন যুবক অভিযোগ এমন। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এলাকার এক মোবাইল দোকান থেকে ফেরার পথে জয়দেব মান্না, রবি মান্না ও সমীর দোলুই ওই দুই যুবতীর পথ আটকায় বলে অভিযোগ। এরপর ফের বাড়ি খালি করে দেওয়ার হুমকি দিয়ে দুই যুবতীর জামা ছিঁড়ে দেয়। মারধর করে বলে অভিযোগ। এরপর দুই যুবতী এনআরএস হাসপাতালে মেডিক্যাল করে নারকেল ডাঙা থানাতে অভিযোগ করতে যান।
advertisement
advertisement
যুবতীর অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, থানায় গিয়েছিলেন, কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। বরং নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলা হয়েছিল নারকেলডাঙা থানার পক্ষ থেকে। মঙ্গলবার রাতেও তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে তাদের বক্তব্য রাতে অভিযোগ গ্রহণ করে কোনও রিসিভ করে দেয়নি থানা। বুধবার সকালে ফের থানায় আসতে বলা হয়। বুধবার সকালে থানায় গেলে তাদের জানানো হয় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কেন তাদের ঘর ছেড়ে উঠে যেতে বলা হচ্ছে তা এখনও তাদের কাছে স্পষ্ট নয় বলে দাবি দুই নির্যাতিতার।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 5:26 PM IST