বিবাহিত নায়কের প্রেমে পড়েছিলেন, বিয়ে না করেই জন্ম দিয়েছেন দুই কন্যার; একজন তো বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
South Actress Pushpavalli never Married: কয়েক দশক আগে দক্ষিণী ছবির দুনিয়ার বেশ কিছু অভিনেত্রী বলিউডে নিজেদের জমি পাকা করে নিয়েছিলেন। আর দাপটের সঙ্গে রাজত্ব করেছেন হিন্দি ছবির দুনিয়ায়। এই তালিকায় রয়েছেন রেখা, হেমা মালিনী, শ্রীদেবী, জয়া প্রদা প্রমুখরা। তবে অনেকেই হয়তো জানেন না যে, একসময় তামিল ও তেলুগু ছবির জগতে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রেখার মা পুষ্পাবল্লী। আজ তাঁর গল্পই শুনে নেওয়া যাক।
আজকালকার যুগে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা গোটা দেশেই সমাদর পাচ্ছেন। আসলে ডাবিং করা ছবির মাধ্যমেই জাতীয় স্বীকৃতি অর্জন করছেন তাঁরা। তবে কয়েক দশক আগে দক্ষিণী ছবির দুনিয়ার বেশ কিছু অভিনেত্রী বলিউডে নিজেদের জমি পাকা করে নিয়েছিলেন। আর দাপটের সঙ্গে রাজত্ব করেছেন হিন্দি ছবির দুনিয়ায়। এই তালিকায় রয়েছেন রেখা, হেমা মালিনী, শ্রীদেবী, জয়া প্রদা প্রমুখরা। তবে অনেকেই হয়তো জানেন না যে, একসময় তামিল ও তেলুগু ছবির জগতে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রেখার মা পুষ্পাবল্লী। আজ তাঁর গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
রেখার মা পুষ্পাবল্লী ছিলেন প্রথম অভিনেত্রী, যিনি বড় পর্দায় সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সম্পূর্ণ রামায়ণম’ ছবির হাত ধরে রুপোলি দুনিয়ায় পা রাখেন তিনি। সেই সময় সীতার ভূমিকায় অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে ৩০০ টাকা পেয়েছিলেন। ধীরে ধীরে খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রধান চরিত্র পেতে শুরু করেন পুষ্পাবল্লী।
advertisement
এরপর ১৯৪০ সালে বিয়ের পিঁড়িতে বসেন পুষ্পাবল্লী। কিন্তু ৬ বছর পরে ১৯৪৬ সালে ভাঙন ধরে সংসারে। অবশ্য এই দম্পতির দু’টি সন্তানও ছিল। এর কিছু পরেই তাঁর জীবনে আসেন জেমিনি গণেশন। আসলে ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘মিস মালিনী’-র হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি। এই ছবিতে আবার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পুষ্পাবল্লী। এই সময়ের পর থেকেই নামী তারকা হয়ে যান জেমিনি। আর পুষ্পাবল্লীর জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। নায়িকার চরিত্রে ফ্লপ হওয়ায় পার্শ্বচরিত্র পেতে থাকেন তিনি।
advertisement
তবে পর্দায় জেমিনির সঙ্গে থাকা রসায়ন আর সেখানে আটকে থাকেনি। প্রেমের দোলা লাগে বাস্তব জীবনেও। যদিও জেমিনি গণেশন আগে থেকেই বিবাহিত ছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আলামেলু। তাঁদের চারটি সন্তান ছিল। তাই পুষ্পাবল্লীর সঙ্গে সম্পর্কে জড়ালেও তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধেননি জেমিনি। তবে পুষ্পাবল্লী এবং জেমিনি গণেশনের সম্পর্কের জেরে জন্মায় তাঁদের দুই কন্যা।
advertisement
advertisement