Crime News : বিশ্বাসঘাতক প্রমিক! সোশ্যাল মিডিয়ায় ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’ ফাঁসের ভয়ে যা করলেন গৃহবধূ
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: মৃতার সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা জানিয়ে ছবি পোস্ট করার ভয় দেখাতেন ধৃত যুবক।
পশ্চিম বর্ধমান: ঘর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। গত শনিবার ওই গৃহবধূর দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপরেই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কাঁকসা থানায়। সেই অভিযোগের তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, যে যুবকের সঙ্গে ওই গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই যুবক লাগাতার ব্ল্যাক মেইল করছিলেন ওই গৃহবধূকে। তার জেরেই এমন ঘটনা বলে পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, ওই মহিলার মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। এদিন রবিবার সকালে কাঁকসার মুচিপাড়া এলাকা থেকে সূর্য শঙ্কর মুখার্জি নামের এক যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি কাঁকসার বামুনারা এলাকায়। ধৃত যুবককে রবিবার দুপুরে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। বিচারক ওই যুবককে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
advertisement
advertisement
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কাঁকসায় ঘরের ভিতর থেকে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, শনিবার বিকালে মৃতার পরিবারের সদস্যরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগে জানানো হয়েছে, মৃতার সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা জানিয়ে ছবি পোস্ট করার ভয় দেখাতেন ধৃত যুবক। যার জেরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে কাঁকসা থানার পুলিশ মুচিপাড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
advertisement
পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্নেহা মুখার্জি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁকেও দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকেও মহকুমা আদালত ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বলে খবর।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2023 4:50 PM IST










