Crime News: টালির চাল ভেঙে ঘরে ঢুকে খুন মাকে, নিখোঁজ মেয়ে! সন্দেহের তির জামাইের দিকে

Last Updated:

Crime News: বছরখানেক আগেও ওই মহিলাকে একবার খুনের চেষ্টা করেছিল তার ছোট জামাই। শ্যামলী কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ।

+
title=

আসানসোল: টালির চাল ভেঙে খুন করা হল মহিলাকে। নিখোঁজ তাঁর ছোট মেয়ে। এই খুনের ঘটনা ঘটেছে আসানসোলে। আসানসোল উত্তর থানার লালগঞ্জ গ্রামের শ্রীরামপুর পাড়া এলাকায় খুন করা হয়েছে মহিলাকে। নিজের বাড়িতেই রাত্রে ঘুমিয়ে থাকার সময় ওই মহিলা খুন হয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান। স্থানীয়দের অভিযোগ, শ্যামলী কর্মকার নামের বছর পঞ্চাশের ওই মহিলাকে ঘরের টালির চাল ভেঙে ঢুকে খুন করা হয়েছে। একই সঙ্গে তার মেয়ে বৈশাখী কর্মকার নিখোঁজ। সন্দেহের তালিকায় রয়েছেন মৃতার ছোট জামাইের উপর।
স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগেও ওই মহিলাকে একবার খুনের চেষ্টা করেছিল তাঁর ছোট জামাই। শ্যামলী কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ। সে সময় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়। এবারেও তাই খুনির সন্দেহের তালিকায় রয়েছেন মৃতার ছোট জামাই। জানা গিয়েছে, মহিলার নিখোঁজ মেয়ে বৈশাখী কর্মকারের সঙ্গে বৈবাহিক কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপর থেকেই তাঁর ছোট মেয়ে মায়ের সঙ্গে থাকতেন। মৃতার স্বামী কাজ করেন বাইরে। তাই সবসময় বাড়িতে থাকেন না। শত্রুতা জেনে সুযোগ বুঝে ওই মহিলাকে তাঁর ছোট জামাই খুন করেছেন বলে অনুমান স্থানীয়দের।
advertisement
advertisement
অন্যদিকে মৃতের ছোট মেয়ে নিখোঁজ। সকালে শ্যামলী কর্মকারের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে তখন থেকেই খোঁজ নেই তার ছোট মেয়ের। স্বাভাবিকভাবেই এই ঘটনাটিও চিন্তা বাড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফায় ফের একবার পুলিশ এই বাড়িতে আসে। সেখানে বিভিন্ন ছবি তোলা হয় এবং মৃতার প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। অন্যদিকে মৃতার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। যেখানে ছিল রেনকোট এবং একটি মোবাইল ফোন। পুলিশ সেটিও বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: টালির চাল ভেঙে ঘরে ঢুকে খুন মাকে, নিখোঁজ মেয়ে! সন্দেহের তির জামাইের দিকে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement