Crime News: ভিক্টোরিয়ার সামনে বান্ধবীদের ইভটিজিং, প্রতিবাদ করে হামলার শিকার বন্ধুরা! ধৃত ৪
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Crime News: গতকাল রাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেটে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে মহিলাদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করেন চার যুবক। প্রতিবাদ করায় ওই মহিলাদের সঙ্গে থাকা যুবকদের মারধর।
কলকাতাঃ গতকাল রাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেটে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে মহিলাদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করেন চার যুবক। প্রতিবাদ করায় ওই মহিলাদের সঙ্গে থাকা যুবকদের মারধর। ঘটনায় চারজনকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ।
আরও পড়ুনঃ বেহালায় শিশুমৃত্যু ঘিরে অশান্তিতে ৩৫ জন জড়িত, অথচ দীর্ঘ সময় রাস্তায় পড়েছিল সৌরনীলের দেহ!
একটি গাড়িতে দু’জন মহিলা তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। বালিগঞ্জের কাছে তাঁরা লক্ষ্য করেন তাঁদের গাড়ি ফলো করছে অন্য একটি গাড়ি। তাতে চারজন যুবক রয়েছেন। এরপর ঘুরতে ঘুরতে মহিলাদের গাড়ি থামে ভিক্টোরিয়া নর্থ গেটে। পিছনে থাকা যুবকদের গাড়ি কিছু দূর এগিয়ে যায়। এরপর ঘুরে এসে মহিলাদের গাড়ির পাশে দাঁড়ায়। এবং মহিলাদের দেখে অশালীন অঙ্গভঙ্গি করে ওই চার যুবক।
advertisement
advertisement
মহিলারা ও তাঁদের সঙ্গে থাকা দুই বন্ধু প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এমনকী মহিলাদের এক বন্ধুর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। মহিলারা হেস্টিংস থানায় অভিযোগ করেন। চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে তাঁদেরকে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 11:51 AM IST