Crime News: নৃশংস হত্যার চরম! বটির আঘাতে পুজোয় বসে থাকা বাবাকে খুন ছেলের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Crime News: পুজো করতে বসা বাবার গলায় বটির কোপ ছেলের। মঙ্গলবার সকালের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠল বামনগাছি এলাকার মানুষজন।
উত্তর ২৪ পরগনা: পুজো করতে বসা বাবার গলায় বটির কোপ ছেলের। মঙ্গলবার সকালের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠল বামনগাছি এলাকার মানুষজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৫৭ রঘুনাথ শিকদারের। দত্তপুকুর থানা এলাকার বামনগাছি মন্ডলগাথির বাসিন্দা ছিলেন রঘুনাথ।
ছেলে লিটন সিকদার অতীতে নেশা করতেন, পরবর্তীতে গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকেন বলেই জানা গিয়েছে। ছেলের চিকিৎসার জন্য বাবা-মা দুজনেই নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হোমেও রাখা হয়েছিল বলে জানান মা অঞ্জু শিকদার।
advertisement
advertisement
এদিন সকালে বাবা রঘুনাথ সিকদার যখন পুজোর জন্য ঘরে বসে ছিলেন সেই সময় ঘরে রাখা বটি দিয়ে ছেলে পিছন দিক থেকে গলায় কোপ দেয় বলে অভিযোগ। মুহূর্তেই লুটিয়ে পড়েন রঘুনাথ শিকদার। রক্তে ভেসে যায় ঘর। শব্দ শুনে ছুটে আসেন স্ত্রী-সহ প্রতিবেশীরা। এই অবস্থা খবর দেওয়া হয় থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে পাশাপাশি অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশীরা জানান, লিটন নেশাগ্রস্ত ছিল সেই কারণেই মাঝে মধ্যে ঝামেলা ঝগড়া হত বাবা-মার সঙ্গে। এদিনের এই ঘটনা সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 3:54 PM IST