Hilsa Fish: ইলিশপ্রেমীদের জন্য সুখবর! ট্রলার ভর্তি ভর্তি ইলিশ ঢুকছে, দাম কি কমবে?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Hilsa Fish: রেকর্ড পরিমাণ ইলিশ উঠতে শুরু হয়েছে মৎস্যজীবীদের জালে।গত দুই দিনে প্রায় এক হাজার টনের বেশি ইলিশ ধরা পড়েছে। এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার বিভিন্ন ঘাটগুলিতে চরম ব্যস্ততা।
নামখানা: রেকর্ড পরিমাণ ইলিশ উঠতে শুরু হয়েছে মৎস্যজীবীদের জালে।গত দুই দিনে প্রায় এক হাজার টনের বেশি ইলিশ ধরা পড়েছে। এই মুহূর্তে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমার বিভিন্ন ঘাটগুলিতে চরম ব্যস্ততা। প্রতিটা ট্রলার সমুদ্র থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ক্যারেট করে ইলিশ মাছ নিয়ে আসছে।
মৎস্যজীবী ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে গত ৪ বছর পর এত পরিমাণ ইলিশের দেখা মিলেছে। দীর্ঘদিন পরে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। রেকর্ড পরিমাণ মাছ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বাজারে যা চাহিদা রয়েছে সেই চাহিদা মত পর্যাপ্ত ইলিশের জোগান দেওয়া সম্ভব হবে। দামও মধ্যবিত্তের নাগালে চলে আসবে বলে জানালেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র।
advertisement
advertisement
চলতি মাসের মাঝে মরশুমের প্রথম একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়া যায় দিঘাতে। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে পরপর কয়েকদিন মিলিয়ে প্রায় ১৫০ টনের মতন ইলিশ উঠেছিল। ১৫ জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে মৎস্যজীবীরা মৎস্য শিকারে নেমেছিলেন। কিন্তু প্রায় এক মাস পর জুলাই মাসের মাঝে প্রথম প্রচুর পরিমাণে ইলিশ উঠেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Fish: ইলিশপ্রেমীদের জন্য সুখবর! ট্রলার ভর্তি ভর্তি ইলিশ ঢুকছে, দাম কি কমবে?