Crime News: প্রেমিকাকে ভিডিও কল যুবকের, মুহূর্তে যা ঘটিয়ে ফেলল, বীভৎসতায় হার মানবে সব
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: আকাশের চরম সিদ্ধান্তে গোটা এলাকায় শোকের ছায়া।
বিষ্ণুপুর: ব্যর্থ প্রেম, তার জেরে বিষ্ণুপুরে প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী হল এক যুবক। ওই যুবকের নাম আকাশ নস্কর, বয়স ২১। এই ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া।
সূত্রের খবর, আকাশ দুই বছর ধরে এক কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেম করতেন। এই ঘটনা জানতেন আকাশের পরিবারের লোকজন। কিন্তু মেয়েটিকে তাঁরা চিনতেন না বলে জানিয়েছেন আকাশের পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! রাজারহাটে বহুতলের নীচে ওটা কী পড়ে! দেখেই ভয়ে বাড়ি ঢুকে গেল সবাই
তবে সবকিছু ঠিক থাকলেও, সম্প্রতি মেয়েটি আকাশের থেকে দূরে থাকতে শুরু করেন বলে জানা গিয়েছিল। যা মেনে নিতে পারেননি আকাশ। এ নিয়ে কথাকাটাকাটিও হয় দু’জনের মধ্যে। হোয়াটস্যাপে ম্যাসেজের মাধ্যমে মেয়েটিকে মনের কথা জানায় আকাশ। কিন্ত কোনও কিছুতেই মেয়েটি আর আকাশের কাছে ফিরে আসতে চাইছিলেন না। এর জেরেই চরম সিদ্ধান্ত নেন আকাশ।
advertisement
.আরও পড়ুন: শরীর থেকে মাথা আলাদা করে স্ত্রীকে ৯ টুকরো করেছিল স্বামীই, মালতি সোরেনের হত্যামামলার কিনারা
হোয়াটস্যাপে ভিডিও কল করে আত্মঘাতী হন তিনি। এই ঘটনার পর তড়িঘড়ি আকাশকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় আকাশের বাবা মিন্টু নস্কর বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 7:27 PM IST










