হোম /খবর /ক্রাইম /
জমি নিয়ে বিবাদের জেরে বাবাকে কোপাল যুবক, ছাড়ল না ভাইদেরও!

Crime News: জমি নিয়ে বিবাদের জেরে বাবাকে কোপাল যুবক, ছাড়ল না ভাইদেরও!

উত্তর দিনাজপুরে খুনের চেষ্টা

উত্তর দিনাজপুরে খুনের চেষ্টা

Crime News: পারিবারিক জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তুলকালাম।

  • Share this:

ইসলামপুর: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবাকে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গচিগছ এলাকায়।

জানা গিয়েছে পানাবুলের তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর। তিন ছেলেকে জমি ভাগ করে দেন বাবা পানাবুল। সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সঙ্গে মনসুরের। সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চড়াও হয়।

আরও পড়ুন: ‘কর্ণাটকের ফল বলে দিচ্ছে ওটা ট্রাবল ইঞ্জিন’, বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!

এরপর একের পর এক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন বাবা পানাবুল ও তার দুই ভাই।। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

পিয়া গুপ্তা

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime News, Uttar dinajpur News