Crime News: 'নোংরা' রাজনীতি! তৃণমূল ছেলের বাড়িতে বোমা মারার অভিযোগ কংগ্রেস বাবার বিরুদ্ধে
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা মুর্শিদাবাদে। বিরাট চাঞ্চল্য এলাকায়।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। বোমা বিস্ফোরণের ঘটনায় খোদ বাবার বিরুদ্ধেই অভিযোগ তুললেন ছেলে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিনগর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেফালি খাতুনের বাড়ির পিছনে রবিবার গভীর রাতে হঠাৎই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাটি ঘটে রানিনগর থানার সেখপাড়া ARMP পলিটেকনিক কলেজের পিছনে। বোমা বিস্ফোরণের ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাড়ির একাংশের টিনের চাল উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। রানিনগর থানার বিশাল পুলিশ বাহিনী তদন্ত শুরু করে। প্রধানের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান শেফালি খাতুনের স্বামী অঞ্চল তৃণমূলের যুব সভাপতি আনিসুর রহমান অভিযোগ করেছেন নিজের বাবার বিরুদ্ধে।
আরও পড়ুন: স্বামীর উপর রাগের বলি সন্তান! ছোট্ট ছেলের গলা টিপে মারল মা, তারপরের ঘটনা আরও ভয়ঙ্কর
তাঁর দাবি, 'আমার বাবা এই বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত। আমার বাবা আগে তৃণমূল করত, এখন কংগ্রেস করছে। পঞ্চায়েত নির্বাচনে যাতে আমি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারি তার জন্যই আমার বাড়িতে এই বোমা বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কংগ্রেস যুক্ত।' যদিও ঘটনার পরে রবিবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 2:52 PM IST