Crime News: ফাঁকা বাড়িতে প্রেমিককে ডাকল কিশোরী, ঠাকুমা ঘরে ঢুকতেই মারাত্মক কাণ্ড ঘটল

Last Updated:

Crime News: খুনের মামলা দায়ের করে পুলিশ। বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে

ঠাকুমা ঘরে ঢুকতেই মারাত্মক কাণ্ড ঘটল
ঠাকুমা ঘরে ঢুকতেই মারাত্মক কাণ্ড ঘটল
উত্তরপ্রদেশ: বাড়িতে কেউ নেই। বাবা-মা কাজের জন্য বাইরে থাকেন। নিজের ঠাকুমার সঙ্গে বাড়িতেই থাকতেন নাতনি। কিন্তু একদিন বাবা বাড়ি ফিরে ডানতে পারেন তাঁর মা অর্থাৎ মেয়েটির ঠাকুমা নিখোঁজ। শেষে পুলিশে অভিযোগ দায়ের করেন। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
জানা গিয়েছে, পুলিশ ওই বৃদ্ধ মহিলার নিখোঁজ হওয়ার মামলায় তদন্ত শুরু করে। তখন পুলিশ জানতে পারে বাড়ির পিছন থেকে পচা বন্ধ বের হচ্ছে। সেখানে গিয়ে মাটি খোঁড়াখুড়ি শুরু করে। সেখানেই মাটির নিচে ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয়। এরপরেই খুনের মামলা দায়ের করে পুলিশ। বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ জানতে পারে, ওই সময়ে বাড়িতে কেবলমাত্র মৃতার ১৪ বছর বয়সী নাতনি ছিল। তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ। শেষে ওই কিশোর যা বলে, তাতে হতবাক হয়ে যায় পুলিশও। ওই কিশোরী জানায়, গ্রামের ১৬ বছরের এক কিশোরের সঙ্গে তার সম্পর্ক ছিল। ঘটনার দিন ওই কিশোর তার বাড়িতে এসেছিল। সেইসঙ্গে ২১ বছর বয়সী এক যুবকও এসেছিল।
advertisement
advertisement
ওই যুবক এবং কিশোরের সঙ্গে বাড়িতে বসেই অশালীন কাজ শুরু করে কিশোরী। কিন্তু সেই সময়ে ঘরে ঢুকে যায় তার ঠাকুমা। এসব দেখে চিৎকার শুরু করে দেন ওই বৃদ্ধা। শেষে কিশোরী এবং তার দুই সঙ্গে ঝাপিয়ে পড়ে বৃদ্ধার উপর। শ্বাসরোধ করে খুন করে তাকে। বাড়ির পিছনে মাটি খুঁড়ে দেহ চাপা দিয়ে রাখে।
advertisement
তারপরে ওই কিশোরী তার বাবাকে ফোন করে বলে ঠাকুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২১ অক্টোবর ওই ব্যক্তি থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে। কিন্তু বাড়ির পিছন থেকে পচা গন্ধ ক্রমাগত বের হতে থাকে। আর তাতেই সন্দেহ হয় পুলিশের। জানা গিয়েছে, ওই কিশোরী এবং কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। ধৃত ২১ বছরের যুবককে আপাতত আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ফাঁকা বাড়িতে প্রেমিককে ডাকল কিশোরী, ঠাকুমা ঘরে ঢুকতেই মারাত্মক কাণ্ড ঘটল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement