Malda Crime|| আম গাছ কাটা নিয়ে অশান্তি! ২ ভাইয়ের পরিণতি জানলে শিউরে উঠবেন

Last Updated:

আম গাছ কাটতে বাধা দেওয়ায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাই বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

#মালদহ: আম গাছ কাটতে বাধা দেওয়ায় দুই ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাই বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বেড়াকাটা গ্রামে। ঘটনায় মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের পক্ষ থেকে।‌
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই ভাই সফিকুল শেখ (৩৫) এবং ইব্রাহিম শেখ (৩০)। অভিযুক্ত মাহানুর শেখ, শেখ সালেম-সহ বেশ কয়েকজন।
আরও পড়ুনঃ কয়লার বস্তাকে ঢাল করে সাংঘাতিক ষড়যন্ত্র! অভিযানে নেমে বন কর্মীদের চক্ষু চড়কগাছ
জানা গিয়েছে, সফিকুলদের বাড়িতে একটি আম গাছ রয়েছে। প্রতিবেশীদের বাড়ির পাশেই রয়েছে গাছটি। সেই গাছটি প্রতিবেশী মাহানুর শেখ কাটতে যায়। গাছ কাটার প্রতিবাদ করে দুই ভাই। বাধা দিতে গেলেই দুই ভাইকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তারপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় দুস্কৃতীরা। প্রতিবেশীও পরিবারের লোকেরা ছুটে এসে উদ্ধার করে দুই জনকে।
advertisement
advertisement
তড়িঘড়ি জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জখম দুই ভাইয়ের অবস্থার অবনতি হতে থাকলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুইজন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Malda Crime|| আম গাছ কাটা নিয়ে অশান্তি! ২ ভাইয়ের পরিণতি জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement