Malda News: পুলিশের চোখ কপালে! ভুট্টা ক্ষেতের আড়ালে প্রচুর লুকনো বোমার হদিশ

Last Updated:

উল্লেখ্য, এর আগেও মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগরে একাধিক এলাকায় বোমা উদ্ধারের ঘটনা হয়েছে।

উদ্ধার বোমা
উদ্ধার বোমা
মালদহ:  ফের বোমা উদ্ধার মালদহে। বৈষ্ণবনগরে প্রচুর বোমা উদ্ধার। ভুট্টার ক্ষেতে লুকনো বোমার হদিশ। ২৭ টি বল বোমা উদ্ধার পুলিশের। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল স্কোয়াড তলব করা হয়েছে। মালদহের বৈষ্ণবনগর থানার পাড়দেওনাপুর শোভাপুর পঞ্চায়েতের দৌলতের হাট এলাকার ঘটনা।
কে বা কারা, কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভুট্টার ক্ষেতের আড়ালে যেভাবে বোমাগুলি লুকিয়ে রাখা হয়েছিল বাইরে থেকে সাধারণ চোখে সেগুলি দেখতে পাওয়া সম্ভব নয়। এর থেকে পুলিশের অনুমান, কোনওরকম অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই বোমাগুলি ওই এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল।
advertisement
advertisement
আরও দেখুন
এদিন সকালে ওই এলাকায় চাষের কাজে যাওয়া কয়েকজন কৃষক লুকনো বোমাগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে পৌঁছই কুম্ভিরা ফাঁড়ি ও বৈষ্ণবনগর থানার পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকা টিন দিয়ে ঘিরে ফেলা হয়।এরপর লাল ফিতের ফাঁস দিয়ে এলাকা কর্ডন করে রাখে পুলিশ। আশেপাশের কোনও বাসিন্দাকে এলাকায় ঘেঁষতে দেওয়া হয়নি। এলাকায় বসানো হয়় পুলিশ পিকেট। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে।
advertisement
তবে স্থানীয়দের ধারণা, লুকনো বোমা খুুুুব বেশি দিনের পুরনো নয়। কারণ, ওই এলাকায় প্রায় নিয়মিত চাষের কাজে যান কৃষকরা। বেশি দিন আগের হলে অনেক আগেই তা কৃষকদের নজরে পড়ার কথা। ফলে অল্প দিনের মধ্যেই ওই এলাকায়় বোমা মজুত করা হয়েছে বলে অনুমান।
উল্লেখ্য, এর আগেও মালদহের কালিয়াচক ও বৈষ্ণবনগরে একাধিক এলাকায় বোমা উদ্ধারের ঘটনা হয়েছে। মাঠে ফেলে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায়়় একাধিক এলাকায় শিশুরা পর্যন্ত জখম হয়েছে। এরপর পুলিশ অভিযানে গতি আনলেও এখনও দুষ্কৃতীরা যে বোমা তৈরি এবং মজুত করার মতো ঘটনা ঘটাচ্ছে দৌলতেরহাট এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় তা ফের একবার স্পষ্ট। পুলিশ জানিয়েছে এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত, তাদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
 Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Malda News: পুলিশের চোখ কপালে! ভুট্টা ক্ষেতের আড়ালে প্রচুর লুকনো বোমার হদিশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement