আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলা যেমন মুর্শিদাবাদ , নদিয়া, বীরভূম , পশ্চিম বর্ধমানে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিগত দিনগুলোর তুলনায় তাপমাত্রার পারদ বেশ অনেকটাই বেড়েছে গোটা রাজ্য জুড়ে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে দেখা গেলেও একটু বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি। এখন থেকেই হাঁসফাসানি গরমে অতিষ্ঠ হচ্ছে বঙ্গবাসী। এপ্রিলেই পড়তে চলেছে তীব্র গরম এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে। Input- Sarmistha Banerjee