Viral Video| Bangla News|| 'আমার কমিশন কই...!' টাকা চাইছেন পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চর্চা কেষ্টর বীরভূমে

Last Updated:

TMC, Viral Video: সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তৃণমূলের কসবা পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রমকে কাটমানি চাইতে দেখা গিয়েছে।

+
তৃণমূলের

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা চাওয়ার ভিডিও ভাইরাল চর্চা বীরভূমে

বীরভূম: “আমি কি বেগার খাটতে এসেছি। আমার কমিশন কই?” সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এ ভাবেই তৃণমূলের কসবা পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রমকে কাটমানি চাইতে দেখা গিয়েছে। সেই নিয়েই জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই ভিডিওতেই পঞ্চায়েত দফতরে বসে প্রধানকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘সবাই ভাগ পাচ্ছে। কমিশন কোথায়?’ এই ভিডিও ঘিরে বিতর্ক চরমে৷ যদিও, এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
এ দিকে, ভিডিও এডিট করা বলে দাবি করছেন  পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রম। তিনি বলেন, “আমি সই করছিলাম না তাই ওঁরা রাগে ভিডিও করেছে। আর এখন তো এডিটের যুগ। এডিট করেছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য মঞ্চ থেকে কাটমানি নিয়ে দলের নেতাকর্মী, আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল৷ তারপরেই তৃণমূল নেতাদের একাধিক প্রকল্প থেকে এই কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছিল রাজ্যজুড়ে।
advertisement
আরও পড়ুনঃ পুড়ছে বাংলা! আগামী ৭২ ঘণ্টা কোন কোন জেলায় বইবে লু? ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের
বীরভূমের পাঁড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে৷ সেই পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমব্রম। তাঁরই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ পঞ্চায়েত ভবনে নিজ দফতরে বসে রয়েছেন প্রধান৷ সামনে দু’জন ব্যক্তি দাঁড়িয়ে৷ কোনও একটি কাগজে প্রধানের সাক্ষর নিতে গিয়েছেন তাঁরা৷ সেই কাগজে স্বাক্ষর করার জন্যই প্রতিমা টাকা চাইছেন। এমনকি টাকার জন্য রীতিমতো বাক-বিতণ্ডায় জড়াতেও দেখা যাচ্ছে সেখানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তারাপীঠে গিয়ে পুজো দেন, বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, স্বামী-স্ত্রীর এখন কী অবস্থা?
তবে ভিডিও সামনে আসতেই জেলাজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সিপিআইএম নেতা বকুল ঘড়ুই বলেন, “পুরো সিস্টেমটাই দূর্নীতির সঙ্গে যুক্ত৷ চুরি করেনি এমন কেউ নেই৷ অফিসের প্রধান টাকা চাইছেন৷ কেন টাকা চাইছেন সেই যুক্তিও দিচ্ছেন। সব মানুষ সবই বুঝতে পারছে৷ আগামীতে তার জবাব দেবে।”
advertisement
তৃণমূলের কসবা অঞ্চল সভাপতি জামির খান বলেন, “আমি দেখেছি ভিডিওটা৷ নিজে গিয়ে তদন্ত করব। আমাদের দলে অনেক বেনোজল ঢুকে গিয়েছে। তারাই দলকে বদনাম করার চেষ্টা করছে৷ প্রধান টাকা চাওয়ার মানুষ নন।”
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Viral Video| Bangla News|| 'আমার কমিশন কই...!' টাকা চাইছেন পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চর্চা কেষ্টর বীরভূমে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement