Bangla News|| তারাপীঠে গিয়ে পুজো দেন, বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, স্বামী-স্ত্রীর এখন কী অবস্থা?
- Reported by:RAHI HALDAR
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tarapith Road Accident: তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে শক্তিগড়ে পথ দুর্ঘটনার কবলে পোলবার দম্পতি। মৃত স্ত্রী, আহত স্বামী। মৃতের নাম লিপিকা হাজরা (৪৮), আহত হয়েছেন স্বামী মহানন্দ হাজরা (৫২)।
হুগলি: তারাপীঠ গিয়েছিলেন মায়ের কাছে পুজো দিতে পোলবার গোটু গ্রামের হাজরা দম্পতি। স্বামী, স্ত্রীর একসঙ্গে পুজো দিলেও বাড়ি ফেরা হল না দু’জনের। ফেরার পথে রাস্তায় ঘটে বিপত্তি। পথ দুর্ঘনার কবলে পড়ে প্রাণ হারালেন স্ত্রী। আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের শক্তিগড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। দুর্ঘটনায় মৃত্যু হয় লিপিকা হাজরার, আহত হন তার স্বামী মহানন্দ হাজরা।
পরিবার সূত্রে খবর, বুধবার ভোরে বাইক নিয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন পোলবার সুগন্ধা পঞ্চায়েতের গোটু গ্রামের লিপিকা হাজরা ও তাঁর স্বামী মহানন্দ হাজরা। দুপুর বারো’টা নাগাদ তারাপীঠ পৌঁছে পুজো দেন দু’জনে। খাওয়া-দাওয়া করে কিছুটা সময় কাটিয়ে বাড়ির জন্য রওনা হন। পথে বৃষ্টি হওয়ায় কিছুটা দাঁড়িয়েছিলেন, ফের বৃষ্টি কমলে বাইক চালিয়ে ফিরতে থাকেন। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দাঁড়িয়ে দু’জনে চা খেয়ে গরম ল্যাংচা কিনে বাইক চালু করে রাস্তায় উঠতেই পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের বাইকে।
advertisement
advertisement
বাইকে ধাক্কা লাগলে রাস্তায় পরে যান লিপিকা। তাঁকে পিষে দিয়ে চলে যায় ট্রাক। বিপরীত দিকে পরে আহত হন মহানন্দ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায় পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন শক্তিগড়ে পৌঁছয়। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন আহত মহানন্দ হাজরা। বছর ৫২ বয়সী মহানন্দ নিজে গান, যাত্রায় অভিনয় করেন। তাঁর স্ত্রী লিপিকাও একজন ভাল শাস্ত্রীয় সংগীত শিল্পী।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দম্পতির এক মেয়ে এবং এক ছেলেকে নিয়ে সংসার। মেয়েকেও গান শিখিয়েছেন। ভাল করে তালিম দিয়ে মেয়েকে গাইয়ে করার ইচ্ছা ছিল দম্পতির। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটু গ্রামে।
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| তারাপীঠে গিয়ে পুজো দেন, বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, স্বামী-স্ত্রীর এখন কী অবস্থা?









