Bangla News|| রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর

Last Updated:

Bangla News: দুর্গাপুরে পুলিশের কাছে একটি অপহরণের মামলা রুজ করা হয়। ঘটনার তদন্তের জন্য ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বাসিন্দা।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

দুর্গাপুর: চাকরির নামে টাকা হাতিয়েছেন ছেলে টাকা ফেরত না পেয়ে অবশেষে অভিযুক্তের মাকে অপহরণ করে নিয়ে চলে যান কয়েকজন। বৃহস্পতিবারের এই ঘটনায় দুর্গাপুরের রীতিমতো হইচই পড়ে যায় দিনে দুপুরে এক মহিলাকে দুই গাড়ি ভর্তি লোক করে তুলে নিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। যদিও ঘন্টাখানেকের চেষ্টায় মহিলাকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দুটি গাড়িতে করে বৃহস্পতিবার ওই মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যান। পরে পুলিশের নাকা চেকিংয়ের সময় মুর্শিদাবাদের সালার থেকে উদ্ধার করা হয় অপহৃত মহিলাকে। সেই সঙ্গে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক জনকে আটক করা হয়।
advertisement
আরও পড়ুনঃ প্রার্থীরা কীভাবে জানতেন কোথায় গেলে মিলবে চাকরি? সিবিআই স্ক্যানারে 'এই' ১০ জন! কারা তাঁরা?
অন্যদিকে, ওই মহিলার পরিবারের তরফ থেকে দুর্গাপুরে পুলিশের কাছে একটি অপহরণের মামলা রুজ করা হয়। সেই ঘটনার তদন্তের জন্য ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
অপহৃত মহিলার ছেলে বাপন মজুমদারের নামে উঠছে গুরুতর অভিযোগ। অভিযোগ, ডিসিসিতে চাকরি দেওয়ার নাম করে বাপন মজুমদার মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত না দেওয়াই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা। অভিযোগ উঠছে, প্রায় তিন কোটি টাকা চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন বাপন এবং তার সঙ্গীরা। যদিও বিষয়টি মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন স্থানীয়রা। তবে দু-পক্ষের তরফ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার মধ্যে ঘটে যায় এমন রোমহর্ষক অপহরণ কাণ্ড। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Bangla News|| রোমহর্ষক অপহরণ! শ্রীঘরে ছেলে-সহ ১৪! ৩ কোটি কাণ্ডে তোলপাড় দুর্গাপুর
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement