Aryan Khan: আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা! সাদা কাগজে সই করতে বলেছে এনসিবি, সাক্ষীর এমন অভিযোগে চাঞ্চল্য !

Last Updated:

Mumbai Drugs Case: এ ব্যাপারে এনসিবি কর্তারা বলেছেন, সব মিথ্যে রটনা, ঠিক সময় এর জবাব দেবেন তারা ৷

Photo: Twitter
Photo: Twitter
মুম্বই: শাহরুখ-পুত্র আরিয়ান খান (Aryan Khan) কবে জামিন পাবেন ? তা নিয়ে নানা প্রশ্ন এবং জল্পনা সব মহলেই ৷ মুম্বই ড্রাগ মামলায় (Mumbai Drugs Case) প্রায় তিন সপ্তাহ হতে চলল এনসিবি-র হেফাজতেই রয়েছেন শাহরুখ পুত্র ৷ এবার একটি নতুন তথ্যে দাবি করা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে কথা বলার জন্য নাকি টাকা দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ! এমন চাঞ্চল্যকর দাবি মাদক-মামলারই এক সাক্ষী করেছেন বলে জানা গিয়েছে ৷ যার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে এ ব্যাপারে এনসিবি কর্তারা বলেছেন, সব মিথ্যে রটনা, ঠিক সময় এর জবাব দেবেন তারা ৷
advertisement
advertisement
আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর এক ব্যক্তিকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি ৷ পরে অবশ্য জানা যায়, ওই ব্যক্তির পরিচয় ৷ প্রথমে তিনি এনসিবি-র কোনও আধিকারিক বলে মনে করা হলেও এনসিবি-র পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি ৷ এবং তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় ৷ কিরণের সহযোগী প্রভাকর সেইল দাবি করেছেন, তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে সাদা কাগজে সই করিয়েছে। এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়়ের থেকে বিপদের আশঙ্কা করছেন বলেও জানিয়েছেন তিনি।কিরণের দেহরক্ষী বলে নিজের পরিচয় দিয়ে প্রভাকর দাবি করেন, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে মুখ খুলতে কোটি কোটি  টাকার চু্ক্তি হয়েছে বলেও তিনি শুনেছেন।
advertisement
সম্প্রতি শাহরুখ পুত্রের হয়ে সওয়াল করেছেন বলিউডের অনেক তারকারাই ৷ তাঁদের অনেকেরই বক্তব্য আরিয়ানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ এর পিছনে অনেকে রাজনৈতিক অভিসন্ধিও দেখছেন ৷ এই আবহে টাকার বিনিময়ে সাক্ষী জোগাড়ের এই ঘটনা আরিয়ান-বিতর্ককে বাড়তি মাত্রা দিল। এনসিবি-র পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতেও বিতর্ক থামছে না ৷ বরং মাদক মামলায় আরও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Aryan Khan: আরিয়ানের বিরুদ্ধে মুখ খুলতে টাকা! সাদা কাগজে সই করতে বলেছে এনসিবি, সাক্ষীর এমন অভিযোগে চাঞ্চল্য !
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement